shono
Advertisement

Breaking News

বিজেপি বিরোধী জোট এককাট্টা, একলা শুধু বামেরা

জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে সিপিএম, অভিযোগ সুদীপের৷ The post বিজেপি বিরোধী জোট এককাট্টা, একলা শুধু বামেরা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:06 PM Nov 28, 2016Updated: 03:05 PM Nov 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি বিরোধী জোটের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই, সোমবার এ কথা স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস৷ শুধু বামপন্থীরাই মর্জিমাফিক বনধ ডেকে ঐক্যবদ্ধ বিরোধী জোট থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলেছে, দাবি লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক তথা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের৷

Advertisement

বস্তুত, নোট বাতিলের বিরুদ্ধে সোমবার ‘ভারত বনধ’ না ‘আক্রোশ দিবস’- কোনটা পালিত হবে, বুঝেই উঠতে পারছিলেন না সাধারণ মানুষ৷ একই কথা শোনা গিয়েছে কংগ্রেস শীর্ষ নেতাদের মুখেও৷ দেশজুড়ে বনধ নয়, বরং কংগ্রেসও এখন ‘আক্রোশ দিবস’ পালন করার পক্ষে৷ এ রাজ্যেও ছবিটা একই৷ এদিন সকাল থেকেই রাজপথে বাম ও কংগ্রেস আলাদা আলাদা মিছিল বার করে৷ এই ঘটনাতেই স্পষ্ট, কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট হতে পারল না বিরোধীরা৷ এ রাজ্যের পাশাপাশি কেরল ও ত্রিপুরাতেও বনধ ডাকা হয়েছিল৷ সেখানে বনধের আংশিক প্রভাব পড়লেও এ রাজ্যে বামেদের ডাকা বনধ কার্যত কোনও প্রভাবই ফেলতে পারেনি৷ বরং, বামেরা ইচ্ছামতো কর্মসূচি ডেকে বিরোধী জোটের মানহানি করেছে বলে তাদের সমালোচনা করল তৃণমূল৷

সুদীপ বন্দ্যপাধ্যায়ের কথায়, “নোট বাতিল ইস্যুতে বিরোধীদের মধ্যে সমন্বয়ের কোনও অভাব নেই৷ আমরাও আক্রোশ দিবস পালন করছি৷ রাস্তায় নেমে প্রতিবাদ জানানো হচ্ছে৷ তবে বামেদের ডাকা বনধ সমর্থনযোগ্য নয়৷ কারণ, আমরা জোটবদ্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলাম৷ আমার মতে, কোনও দলেরই জোট ছেড়ে বেরিয়ে গিয়ে একক সিদ্ধান্তে কোনও কর্মসূচি গ্রহণ করা উচিত হয়নি৷” এদিনই শহরে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলেজ স্কোয়্যার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এক বিশাল মিছিল করে তৃণমূল৷ সেই মিছিলে পা মেলান সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরাও৷

বিরোধীদের দাবি, কালো টাকার বিরুদ্ধে অভিযানে তাদের কোনও আপত্তি নেই, কিন্তু সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলার তারা বিরোধী৷ তবে যাবতীয় সমালোচনা উড়িয়ে বিজেপির পরিবর্তন র‍্যালিতে যোগ দিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানিয়েছেন, দেশের মানুষ যখন কালো টাকার বিরুদ্ধে একজোট, তখন হাতেগোনা কয়েকজন ভারত বনধ ডাকছেন৷ এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে!

The post বিজেপি বিরোধী জোট এককাট্টা, একলা শুধু বামেরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement