shono
Advertisement

শিয়রে নির্বাচন, দীপাবলির পরই ব্রিগেড সফল করতে আসরে তৃণমূল

নভেম্বরের কর্মিসভায় উপস্থিত থাকবেন দলনেত্রী। The post শিয়রে নির্বাচন, দীপাবলির পরই ব্রিগেড সফল করতে আসরে তৃণমূল appeared first on Sangbad Pratidin.
Posted: 05:22 PM Oct 25, 2018Updated: 05:24 PM Oct 25, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দীপাবলির পরই রাজ্যজুড়ে রাজনৈতিক কর্মসূচিতে নামতে চলেছে তৃণমূল৷ ২০১৯-র ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশকে সামনে রেখে নেতাজি ইনডোরে কর্মিসভার ডাক দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ এদিন সাংবাদিক বৈঠক করে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা-সহ সিবিআইয়ের গৃহযুদ্ধ প্রসঙ্গেও বিজেপিকেও কটাক্ষ করেন পার্থ৷ বলেন, ‘‘মুখ্যমন্ত্রী আগেই বলছেন, সিবিআই এখন বিজেপি ব্যুরো অব ইনভেস্টিগেশন৷ এখন এটা প্রমাণিত৷’’ সিবিআই বিজেপির ‘মুখপাত্র’ হিসাবে কাজ করছেও কটাক্ষ করেন তিনি৷’’ বিজেপিকে আক্রমণের পাশাপাশি ব্রিগেডের প্রস্তুতি হিসাবে গুচ্ছ কর্মসূচির ঘোষণা করেন৷ লোকসভার প্রস্তুতি হাসাবে আগামী ১৬ নভেম্বর নেতাজি ইনডোরে কর্মিসভায় দলনেত্রী নিজে থাকবেন বলেও জানান মহাসচিব৷

Advertisement

[ঘুড়ির সুতোয় গলায় চোট বাইক আরোহীর, রক্তারক্তি কাণ্ড মা উড়ালপুলে]

তৃণমূল সূত্রে খবর, ওই কর্মিসভায় তৃণমূলের সমস্ত সাংসদ, বিধায়ক, রাজ্যের সমস্ত কাউন্সিলর, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি, জেলা সভাপতি সদস্য ও শাখা সংগঠনের নেতাদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷ মনে করা হচ্ছে, ওই দিনই দলীয় নেতৃত্বের মাথায় ২০১৯-র লোকসভা নির্বাচনে ‘৪২-এ ৪২’-এর টার্গেট বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ব্রিগেডের জনসভায় রেকর্ড জমায়েত করানো থেকে শুরু করে গ্রাম-বাংলায় সংগঠন আরও মজবুত করতেও নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী৷ এমনকী, শহর ও শহরতলী এলাকায় মানুষের মধ্যে জনসংযোগ বাড়ানো ও নাগরিক পরিষেবা ঠিকঠাক পৌঁছে দেওয়া-সহ বিজেপির মেরুদণ্ড ভাঙতে বেশকিছু নির্দেশও দিতে পারেন তিনি৷

[বেলেঘাটায় কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে গবেষকের শ্লীলতাহানি, প্রশ্নে নিরাপত্তা]

তৃণমূল সূত্রে খবর, ২০১৯-র নির্বাচনকে সামনে রেখে ব্রিগেডের সভার মূল দায়িত্বে রয়েছেন তৃণমূল রাজ্যের সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল ভবন সূত্রে জানা গিয়েছে, ২০১৯-এর নির্বাচনের কথা মাথা রেখে ফেডারেল ফ্রন্ট গঠনের লক্ষ্যে কংগ্রস-সহ দেশের বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলিকে সভায় আসার আমন্ত্রণ জানানো হবে৷ আমন্ত্রণ জানানো হবে সোনিয়া ও রাহুল গান্ধীকেও৷

The post শিয়রে নির্বাচন, দীপাবলির পরই ব্রিগেড সফল করতে আসরে তৃণমূল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement