shono
Advertisement
TMC

'হিন্দু যদি ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই' ! বিজেপিকে পালটা পোস্টার-কটাক্ষ তৃণমূলের

বিধানসভা নির্বাচনের আগে ক্রমে উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি।
Published By: Suhrid DasPosted: 12:53 PM Mar 18, 2025Updated: 03:22 PM Mar 18, 2025

ধ্রুবজ্যোতি  বন্দ্যোপাধ্যায় ও বিধান নস্কর: বঙ্গ বিজেপির পক্ষ থেকে 'হিন্দু হিন্দু ভাই ভাই' স্লোগান উঠেছে। এবার তারই পালটা পোস্টার পড়ল কলকাতা ও বিধান নগরের একাধিক জায়গায়। পোস্টার 'যুদ্ধে'র আঁচে আরও বাড়ল রাজনৈতিক তরজা। 'হিন্দু যদি ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই', 'হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিংকে ফাইন খাই' স্লোগান তুলে একাধিক পোস্টার দেখা গেল আজ মঙ্গলবার। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে হিন্দুত্ববাদের জিগির তুলে ভোটব্যাঙ্ক বাড়াতে চাইছে বঙ্গ বিজেপি, অভিযোগ ওয়াকিবহাল মহলের। এবার তারই পালটা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

Advertisement

বিধান নগরে একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের আইটি ও সোশ্যাল মিডিয়ার শাখার পক্ষ থেকে একাধিক পোস্টার এদিন দেখা গিয়েছে। বিকাশ ভবনের উল্টোদিকে এবং করুণাময়ী মোড়ে এই পোস্টার দেখা যায়। পোস্টারের নিচে লেখা হয়েছে 'পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া শাখা'। হিন্দুত্ববাদ নিয়ে রাজ্যে সরব হচ্ছে বঙ্গ বিজেপি, এমনই মত রাজনৈতিক মহলে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দুত্ববাদ নিয়ে রাজ্যের বিধানসভার বাইরে জোরালো সওয়াল করেছেন। সেই আবহেই এই পোস্টার ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। কেবল বিধাননগরই নয়, উত্তর ও মধ্য কলকাতার একাধিক জায়গা, শ্যামবাজার পাঁচমাথার মোড়, বিনোদিনী থিয়েটার (স্টার থিয়েটার) এলাকার আশপাশেও   এই পোস্টার, ব্যানার, হোর্ডিং দেখা গিয়েছে। 

হিন্দুত্ববাদ নিয়ে এত প্রচার হলে কেন রান্নার গ্যাসের দাম হিন্দুদের জন্যও একই থাকে? আধার লিঙ্কের জন্য কেন হাজার টাকা করে জরিমানা করা হয়? সেই প্রশ্ন তোলা হয়েছে। কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে। বাংলা থেকে বিজেপির একাধিক সাংসদরাও রয়েছেন। তারপরও কেন বাঙালি পূর্ণমন্ত্রী নেই? সেই প্রশ্নও তোলা হয়েছে। এই বিষয়ে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যও সরব হয়েছেন।

দেবাংশুর কটাক্ষ, বিজেপি হিন্দুদের টোপ দিয়ে এখানে এসেছে। হিন্দু হিন্দু ভাই ভাই হলে কেন গ্যাসের দামে ছাড় নেই? অতিরিক্ত গ্যাসের দাম কেবল সংখ্যালঘুদের দিতে হচ্ছে না। হিন্দুদেরও দিতে হচ্ছে। রাজ্য থেকে ২০১৯ সালে ১৮টি লোকসভা আসন বিজেপি পেয়েছিল। ২০২৪ সালে বিজেপি ১২টি লোকসভায় আসন জিতেছিল। তারপরও কেন বাংলা থেকে কেন্দ্রে কোনও পূর্ণমন্ত্রী নেই? ভোট পাওয়ার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই। এদিকে প্রকৃত সেবা দেওয়ার জন্য নীরব ভাই, ললিত ভাই। যারা দেশের কোটি কোটি টাকা নিয়ে বিদেশে চলে গিয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার তাদের বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে। তাদেরকেই নরেন্দ্র মোদী মঞ্চ থেকে ভাই বলে ডেকেছেন। সেবা দেওয়ার বেলায় তারা ভাই। আর ভোট নেওয়ার বেলায় হিন্দুরা ভাই। এটা কী করে হতে পারে? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বঙ্গ বিজেপির পক্ষ থেকে 'হিন্দু হিন্দু ভাই ভাই' স্লোগান উঠেছে। এবার তারই পালটা পোস্টার পড়ল।
  • পোস্টার 'যুদ্ধে'র আঁচে আরও বাড়ল রাজনৈতিক তরজা।
  • 'হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিংকে ফাইন খাই' স্লোগান তুলে একাধিক পোস্টার দেখা গেল রাজ্যজুড়ে।
Advertisement