স্টাফ রিপোর্টার: মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে সাধারণ পর্যটকদের উপর জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যাায়। জঙ্গি হামলার ঘটনায় তীব্র প্রতিবাদে মুখর হয়েছেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং, ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরও।
সৌরভ এই ঘটনার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘‘কাশ্মীরে নিরীহ পর্যটকদের উপর হামলায় আমি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। এই ভয়ঙ্কর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। সাধারণ পর্যটকদের উপর এই ধরনের হামলা মানবতার প্রতি অবমাননা।’’ তিনি একইসঙ্গে কঠিন সময়ে ঐক্য।বদ্ধ থাকার পাশাপাশি হামলায় আক্রান্তদের দ্রুত কামনা এবং শান্তি প্রার্থনা করেছেন।
ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর সোশাল মিডিয়ায় লিখেছেন, "মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। যারা এই হামলার সঙ্গে যুক্ত, মনে রেখো, ভারত প্রত্যাঘাত করবেই।" প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে যুবরাজ সিং বলছেন, "পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। এই কঠিন সময়ে আমাদের ঐক্যবদ্ধ থাকাটা দরকার।" প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে আকাশ চোপড়া, পার্থিব প্যাটেলরাও ঘটনার তিব্র নিন্দা করেছেন। বর্তমান ক্রিকেটারদের মধ্যে শুভমান গিল সোশাল মিডিয়ায় ঘটনার নিন্দা করে লেখেন, "পহেলগাঁওয়ে হামলার খবরে আমার হৃদয় বিদারণ হচ্ছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। আমাদের দেশে এই ধরনের হিংসাত্মক ঘটনার কোনও জায়গা নেই।"
বেসরকারি হিসাব বলছে, পহেলগাঁও হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। পুলওয়ামার পর এটাই ভারতের বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় জঙ্গি হামলা। অন্তত মৃতের সংখ্যার নিরিখে। পুলওয়ামা যেমন গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছিল, এই ঘটনার ভয়াবহতাও কোনও অংশে কম নয়।
