সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “ঠাকুরবাড়িতে ঢুকতে কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? কার অ্যাপয়েন্টমেন্ট নেব?” চলতি মাসে বনগাঁয় মতুয়াদের ঠাকুরবাড়িতে পুজো দিতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার সেই নিয়েই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তোপ দাগলেন তৃণমূল সাংসদ।
মূল্যবৃদ্ধি থেকে ১০০ দিন কাজে কেন্দ্রের বঞ্চনা, CAA-NRC থেকে ইডি-সিবিআইকে কাজে লাগানো, নদিয়ার কৃষ্ণগঞ্জের সভা থেকে বিভিন্ন ইস্যুতে এদিন বিজেপি সরকারকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমজনতার উদ্দেশে বলে দিলেন, ঘাসফুল ভরসার প্রতীক। তাই পঞ্চায়েতে এই দলকেই জেতান। সঙ্গে দৃঢ় কণ্ঠে জানিয়ে দেন, গতবারের থেকে এবারের পঞ্চায়েত ভোটে বিজেপির সঙ্গে জয়ের ব্যবধান আরও বাড়বে তৃণমূলের।
[আরও পড়ুন: পুজোয় দ্বিগুণ আনন্দ, মহাষ্টমী-দিওয়ালিতে বিশ্বকাপের ম্যাচ, শপিং লিস্টে থাকবে জার্সিও?]
গত ১১ জুন বনগাঁয় অভিষেকের (Abhishek Banerjee) সফরকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অভিষেক পৌঁছনোর আগেই বন্ধ করে দেওয়া হয় মন্দিরের মূল গেট। হাতাহাতিতে জড়ায় মতুয়াদের দুই পক্ষ। উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক কাউকে না জানিয়ে মতুয়া মহাসংঘের মন্দিরের সামনে মিছিল করেন। তৃণমূল দলবল নিয়ে মন্দিরে বেআইনি ভাবে ভিড় জমায় বলেও অভিযোগ ওঠে। সেই নিয়েই এদিনের সভা থেকে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিষেক।
তাঁর কথায়, “শুভেন্দু অধিকারী বলছেন, ঠাকুরবাড়িতে ঢুকতে অ্যাপয়েন্টমেন্ট লাগে? কার নেব? পুজো দিতে অ্যাপয়েন্টমেন্ট লাগে? কী ধরনের হিন্দুত্ব বাংলায় স্থাপন করতে চাইছে বিজেপি, তার নিদর্শন দিয়েছেন শান্তনু ঠাকুর।” এরপরই যোগ করেন, যাদের হাতে গোধরার রক্ত, তাদের কাছে নিজেদের বিক্রি করে দিয়েছেন বাংলার বিজেপি নেতারা। বহিরাগতদের আমন্ত্রণ জানানো হচ্ছে। অথচ বাংলার মানুষ সবকিছু থেকে বঞ্চিত।
মতুয়াদের নাগরিকত্ব নিয়ে বিজেপি সরকারের প্রতিশ্রুতিও সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেন অভিষেক। বলে দেন, এনআরসির জন্য অসমে কত মানুষ ঘরছাড়া হয়েছে, তা সকলের জানা। যদি ভোটারদের অবৈধ বলা হয়, তাহলে প্রধানমন্ত্রীও অবৈধ, স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ। তাঁদেরও পদত্য়াগ করা উচিত। আর পাঁচজন বঙ্গবাসীর যা অধিকার, মতুয়া ভাইদেরও একই অধিকার রয়েছে। সেই কারণেই মোদির রিমোট কন্ট্রলের বোতামের পালটা দিয়ে EVM-এর বোতাম টিপে বিজেপিকে উৎখাত করার ডাক দিয়েছেন অভিষেক।