ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ত্রিপুরা থেকে ফিরতে না ফিরতেই টার্গেট গোয়া (Goa)। চলতি মাসেই গোয়া সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শোনা যাচ্ছে, ছটপুজোর সময় অর্থাৎ চলতি মাসের ১০ তারিখ ৩ দিনের সফরে উপকূলের রাজ্যে যেতে পারেন তিনি। তবে সফরসূচি এখনও চূড়ান্ত নয়। বদলাতে পারে দিনক্ষণ। তবে শীঘ্রই অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়া যাবেন, তা নিশ্চিত।
গত কয়েক মাস ধরেই গোয়ায় মাটি কামড়ে পড়ে রয়েছে তৃণমূলের ভোটকৌশলী সংগঠন আইপ্যাকের সদস্যরা। তাদের সমীক্ষায় দেখা গিয়েছে, এ রাজ্যে বিজেপি বিরোধী হাওয়া রয়েছে। সেই হাওয়াকে নিজের পালে টেনে বাংলার বাইরে নিজেদের অস্বিত্ব প্রতিষ্ঠা করার মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল। সেই লক্ষ্যে অক্টোবরের শেষেই গোয়ায় গিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক কর্মসূচি ছিল তাঁর।মমতার হাত ধরে তৃণমূলে যোগ দেন বিশিষ্ট অভিনেতা নাফিসা আলি, মৃণালিনী দেশমুখ, লিয়েন্ডার পেজের মতো ব্যক্তিত্বরা।
[আরও পড়ুন: COVID-19 Updates: দীপাবলির আগে সামান্য স্বস্তি, দেশে করোনায় মৃত্যুর হার নিম্নমুখী, কমল সংক্রমণও]
গোয়া সফরে গিয়ে সাংবাদিক সম্মেলনের পাশাপাশি সেখানকার স্থানীয় মানুষজন, মৎস্যজীবীদের সঙ্গে জনসংযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখেন গোয়ার ঐতিহ্যবাহী মন্দির, গির্জাগুলি। মাছ-ফুটবল-লোকসংস্কৃতিতে বাংলা আর গোয়াকে একসারিতে বসিয়ে মমতা জানিয়েছিলেন, বাংলার মতোই গুরুত্ব দেওয়া হচ্ছে গোয়াকেও। সেখানেও বাংলার মতো ‘দুয়ারে সরকার’, ‘গতিধারা’ প্রকল্প চালুর আশ্বাস দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গোয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, গোয়া থেকে ফিরেই ফের ত্রিপুরা সফরে যাবেন তিনি।
উল্লেখ্য, গোয়ায় আগামী বছর নির্বাচন। তাতে অংশ নিতে চলেছে তৃণমূল। আর তার আগে সেখানে নিজেদের শক্তি বাড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে তূণমূল। বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় তৃণমূল।