সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিআই তলবে সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। বৃহস্পতিবার বেলা ১১টা ৪২ মিনিটে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। ভোট পরবর্তী হিংসা মামলায় এবার তাঁকে তলব করেছে সিবিআই।
বুধবার অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী সাইগেল হোসেনের বোলপুর ও মুর্শিদাবাদের ডোমকলের বাড়িতে হানা দেয় সিবিআই। ওইদিনই ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই অনুব্রতকে তলব করে। বুধবার বিকেলেই বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন অনুব্রত। যদিও সিবিআইয়ের মুখোমুখি হবেন কিনা সে বিষয়ে জল্পনা জিইয়ে রাখেন তিনি। জানান, চিকিৎসার জন্য কলকাতায় আসছেন। তবে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ চিনার পার্কের বাড়ি থেকে বেরন অনুব্রত। সিবিআইয়ের নির্ধারিত সময়সীমার আগেই সোজা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। ঘড়ির কাঁটায় তখন ১১টা ৪২ মিনিট। সিবিআই সূত্রে খবর, তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদে প্রস্তুত তদন্তকারীরা।
[আরও পড়ুন: ‘সব ভুয়ো, বিরোধীদের অপপ্রচার’, নিজের আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগ ওড়ালেন মন্ত্রী পরেশ]
উল্লেখ্য, গত ৬ এপ্রিল গরু পাচার মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতর। সেই মতো ঠিক তার আগের দিনই কলকাতায় চলে আসেন তৃণমূল নেতা। ৬ তারিখ নিজাম প্যালেসে হাজিরা দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। এসএসকেএম (SSKM) হাসপাতালে ভরতি হন। একাধিক শারীরিক সমস্যা ছিল তাঁর। টানা ১৭ দিন ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। চিকিৎসকদের পরামর্শমতো চিনার পার্কের ফ্ল্যাটেই বিশ্রামে ছিলেন তিনি।
প্রায় দেড়মাস পর গত ২০ মে বোলপুরের বাড়িতে ফেরেন অনুব্রত৷ তাঁকে ঘিরে উন্মাদনা ছিল নেতা-কর্মীদের মধ্যে। সেই সময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে অনুব্রত বলেন, “আমি আছি, মরি নাই।” বাড়িতে ১১ দিন থাকার পর ফের সিবিআই (CBI) তলব। তদন্তের সাহায্যে সিবিআই তলবে সাড়া দিয়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা। এদিন সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। সূত্রের খবর, ইলামবাজারের রাজনৈতিক খুন নিয়ে অনুব্রতকে নানা প্রশ্ন করবে সিবিআই।