সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুব্রতর মামলার বিচারক হুমকি চিঠি পেয়েছেন। সিবিআই আদালতের বিচারকের (CBI Court Judge) পরিবারকে ফাঁসানোর হুমকি দিয়ে এই চিঠি কে লিখলেন? মঙ্গলবার সন্ধেয় স্বাস্থ্যপরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে যাওয়ার পথে অনুব্রত মণ্ডলের কাছে জানতে চাওয়া হয়েছিল এই প্রশ্নের উত্তর। সপাট জবাবে বীরভূমের দাপুটে নেতা বললেন, “বিজেপি দিয়েছে।” একবার নয়, পরপর তিনবার একই কথা বললেন তিনি।
২৪ আগস্ট অর্থাৎ আগামিকাল, বুধবার অনুব্রত (Anubrata Mandal) সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। সকালেই তাঁকে ফের আসানসোলের সিবিআই আদালতে পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার আগে মঙ্গলবার সন্ধেয় স্বাস্থ্যপরীক্ষার জন্য অনুব্রতকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগের দিনের চেয়ে শরীরী ভাষায় অনেকটাই বদল এসেছে তাঁর। তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে তাঁকে। সেদিন সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি। চুপ করে থাকতে দেখা গিয়েছিল কেষ্টকে। এদিন অবশ্য সাবলীলভাবেই সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি।
[আরও পড়ুন: অনুব্রতর মামলার বিচারককে হুমকি, জামিন না দিলে মাদক মামলায় ফাঁসবে পরিবার!]
সাংবাদিকরা এদিন জামিন প্রসঙ্গে প্রশ্ন করলে নিজস্ব ঢঙে অনুব্রতর জবাব, “আমারটা আমি বুঝে নেব।” বিচারককে হুমকি চিঠি কে দিল জানতে চাওয়া হলে সব দায় বিজেপির ঘাড়েই ঠেলেছেন তিনি। আর বেনামি জমি বা সম্পত্তি নিয়ে প্রশ্ন করা হলে কিছুটা বিরক্ত হতে দেখা গিয়েছে তাঁকে। সাফ জানিয়েছেন, এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও জবাব দেবেন না। সন্ধেয় স্বাস্থ্যপরীক্ষা করে ফের তাঁকে নিজাম প্যালেসে ফিরিয়ে আনা হয়। সূত্রের খবর, বুধবার সকালে তাঁকে নিয়ে আসানসোলের সিবিআই আদালতের উদ্দেশে রওনা দেবেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, দ্রুত জামিন দিতে হবে গরুপাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। না হলেই মাদক মামলায় ফাঁসবে পরিবার। এই মর্মে হুমকি চিঠি পেয়েছেন আসানসোলের সিবিআই আদালতের (CBI Court) বিচারক রাজেশ চক্রবর্তী। কে বা কারা এই চিঠি পাঠিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে চিঠি পাঠানোর দায় গেরুয়া শিবিরের ঘাড়েই চাপালেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।