shono
Advertisement

করোনা ঘোচাল রাজনৈতিক দূরত্ব! খাবার নিয়ে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে তৃণমূল নেতা

বিজেপি কর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
Posted: 01:45 PM Jun 02, 2021Updated: 05:33 PM Jun 02, 2021

বিক্রম রায়, কোচবিহার: রাজনৈতিক দলগুলির মধ্যে অভিযোগ-পালটা অভিযোগের পালা লেগেই থাকে। সঙ্গে রয়েছে হামলা-পালটা হামলার ঘটনা। তবে করোনা কালে দূর হল দূরত্ব। বিজেপি কর্মীর পাশে দাঁড়াল তৃণমূল। করোনা আক্রান্ত গেরুয়া শিবিরের কর্মীর বাড়িতে বাজারের ব্যাগ হাতে পৌঁছে গেলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতীম রায়।

Advertisement

জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই করোনা আক্রান্ত কোচবিহারের ৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী গৌরাঙ্গ দাস। হোম আইসোলেশনেই রয়েছেন তিনি। গেরুয়া শিবিরের ওই কর্মী করোনা আক্রান্ত হওয়ায় তাঁর পরিবারের কেউই বাড়ি থেকে বেরতে পারছেন না। সেকথা জানা মাত্রই মঙ্গলবার সকালে কোচবিহারের ৯ নম্বর ওয়ার্ডে ছুটে যান তৃণমূল নেতা। বিজেপি কর্মী গৌরাঙ্গ দাসের প্রতিবেশীরা অবাক হয়ে যান। তৃণমূল নেতা পার্থপ্রতীম রায়ের দুই হাতে ছিল বাজারের ব্যাগ। দু’টি ব্যাগে ছিল সারা মাসের শুকনো খাবার। বিজেপি কর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

[আরও পড়ুন: কয়লা কাণ্ডে নয়া মোড়, বিনয় মিশ্রর সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানাল CBI]

গৌরাঙ্গ দাস জানান, পদ্ম শিবিরের অনেকেই তাঁর খোঁজখবর নিয়েছেন। তবে বিরোধী দলের নেতা খোঁজ নিতে সটান হাজির হবেন তা স্বপ্নেও ভাবেননি। তাই তৃণমূল নেতা খোঁজখবর নেওয়ায় খুবই খুশি হয়েছেন তিনি।নির্বাচন মিটতে না মিটতেই কোচবিহারে একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। দলীয় নেতাকর্মীকে খুনের অভিযোগও সামনে এসেছে। এই প্রেক্ষাপটে বিজেপি কর্মীর পাশে তৃণমূল নেতার দাঁড়ানোর ঘটনা বঙ্গ রাজনীতিতে অনন্য নজির গড়ল তা বলাই যায়। তবে এর আগে বর্ধমানেও সৌজন্যের নজির গড়ে তোলেন এক তৃণমূল নেতা। করোনা আক্রান্ত বিজেপি কর্মীর বাবার সৎকারে এগিয়ে আসেন তিনি।

[আরও পড়ুন: পেটের দায়ে যোগীরাজ্যে কাজে যাওয়াই কাল হল, দুর্ঘটনায় মৃত্যু মালদহের দুই শ্রমিকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement