shono
Advertisement

তৃণমূলে ফিরছেন অনুপম? কাজল শেখের ‘ভালো ছেলে’ সার্টিফিকেটে আরও জোরাল জল্পনা

পদ খোয়ানোর পর হিমালয় যাত্রা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অনুপম হাজরার।
Posted: 07:20 PM Dec 27, 2023Updated: 07:20 PM Dec 27, 2023

নন্দন দত্ত, সিউড়ি: নিরাপত্তারক্ষীর পর পদও খোয়ালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। তবে কী এবার তৃণমূলে ফিরছেন বিজেপির সদ্য প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক? তা নিয়ে চলছে জোর জল্পনা। তারই মাঝে আরও একবার অনুপমকে ‘ভালো ছেলে’ বলে প্রশংসা কাজল শেখের। এ বিষয়ে যদিও একটি কথাও বলেননি অনুপম। বোলপুর আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে অনুপম জানান, হিমালয়ে চলে যাচ্ছেন তিনি। হিমালয় থেকে ফিরে এ বিষয়ে মুখ খুলবেন বলেও জানান অনুপম।

Advertisement

বুধবার সকালে অনুপম সোশাল মিডিয়ায় লেখেন, “যদি তুমি সঠিক পথে থাকো, লোকে তোমার সমালোচনা করে তবুও তুমি তাদের গুরুত্ব দিও না। কারণ মনে রেখো খেলায় দর্শকেরা চিৎকার করে। খেলোয়ারেরা নয়। নিজেকে খেলোয়ার মনে কর।” এবং একইসঙ্গে ইংরাজিতে লেখা এই পোষ্ট কিছুক্ষণ পরেই মুছে দেন। এর পর বোলপুরে তিনি সংবাদমাধ্যমকে জানান, “আগামী বছর বঙ্গবাসীর ভাল কাটুক।” অনুপম প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “পার্টি যা সিদ্ধান্ত নিয়েছে তা সকলের জন্য। যা ঠিক মনে করেছেন সর্বভারতীয় নেতৃত্ব তা পদক্ষেপ নিয়েছেন। উনি আগেও সমাজমাধ্যমে লিখেছেন। উনি ওঁর বক্তব্য বলতেই পারেন।”

[আরও পড়ুন: শাহ-নাড্ডার সফরের মাঝেই অপসারিত অনুপম, দল বিরোধী মন্তব্যের শাস্তি?]

অনুপম হাজরাকে নিয়ে গত কয়েকমাস ধরেই অস্বস্তিতে গেরুয়া শিবির। মঙ্গলবার বঙ্গ সফরে আসেন অমিত শাহ। আর তার পরই অনুপম হাজরার পদস্খলন। বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “যেমন কর্ম তেমন ফল। বাঁদরের গলায় মুক্তোর মালা। বাঁদর তার মর্যাদা রাখতে পারল না।” বোলপুরের পৌষমেলায় বঞ্চিত বিজেপি নেতাদের কথা শোনার জন্য একটি স্টল করেছিলেন অনুপম অনুগামীরা। বুধবার সকাল থেকে সেই স্টল ফাঁকা হয়ে যায়। এমনকি সেখানে থাকা দুটি সাউন্ড বক্সও খুলে নিয়ে যান তাঁর অনুগামীরা। তবে এরই মাঝে বীরভূমের সভাধিপতি কাজল শেখ পদ খোওয়ানো অনুপমকে ফের ‘ভালো ছেলে’ বলে উল্লেখ করেন। ২০১৪ সালে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে কাজল শেখদের সৌজন্যেই অনুপম দিল্লিতে তৃণমূলের সাংসদ হন। সাতটি বিধানসভার মধ্যে একমাত্র নানুর বিধানসভায় ৬৫ হাজার ৫০০ ভোটে অনুপমকে জয়ী করেন কাজল শেখরা। স্বভাবতই অনুপমের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা মাথাচাড়া দিয়েছে।

অনুপমের পদ হারানো প্রসঙ্গে কাজল শেখ বলেন, “বিজেপিতে কেউ ভালো লোক থাকতে পারে না। দাঙ্গাবাজ লোকেরা সেখানে থাকে। অনুপম ভালো ছেলে। পদ হারানো সেটা তাঁদের দলের বিষয়। অনুপমকে দলে নেওয়া না নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভর করছে। দল যাঁকে প্রার্থী করবে, এবারও তাঁর হয়ে লড়াই করে তাঁকে জেতাবো।” তৃণমূলের সোশাল মিডিয়া ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যও X হ্যান্ডলে অনুপমের হিমালয়ের যাত্রা নিয়ে লেখেন।

[আরও পড়ুন: রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার, মুখ্যসচিব পদেও বদল!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement