ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: নন্দীগ্রাম দিবসে হুইলচেয়ারে বসেই পথে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার দুপুরে মেয়ো রোড থেকে মিছিল শুরুর আগেই টুইটারে বার্তা দিলেন তৃণমূল নেত্রী (TMC Leader)। লিখলেন, “আমরা লড়াই চালিয়ে যাব। আমার এখনও যন্ত্রণা হচ্ছে। কিন্তু মানুষের ব্যথা আমার চেয়ে বেশি।” তিনি আরও লেখেন, “আমাদের শ্রদ্ধেয় মাটিকে রক্ষা করতে অনেক লড়াই করেছি। আরও কঠিন লড়াই অপেক্ষা করেছে আমাদের জন্য। কিন্তু কাপুরুষদের সামনে মাথা নত করব না।”
[আরও পড়ুন : মাদক পাচারে পুলিশি যোগ! STF-এর জালে কলকাতা পুলিশের দুই কনস্টেবল]
ঐতিহাসিক নন্দীগ্রাম দিবসে কলকাতায় ৫ কিলোমিটার লম্বা পথে মিছিল করছে তৃণমূল। হুইলচেয়ারে বসে সেই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য তৃণমূল নেতা-নেত্রীরা। রাজনীতির নথিতেও ১৪ মার্চ তারিখটি ঐতিহাসিক হয়ে রইল এদিন। কারণ, মমতার দীর্ঘ রাজনৈতিক জীবনে হুইলচেয়ারে তাঁকে এর আগে কোনওদিন দেখা যায়নি। নেত্রীর এই লড়াকু মানসিকতায় নতুন করে উজ্জীবিত দলের কর্মীরা। নেত্রীকে দেখে দলীয় কর্মীদের বার্তা, “ভাঙা পায়েই লড়াই হবে।”
[আরও পড়ুন : সোমেন মিত্রর পরিবারের দলবদলের জল্পনায় ইতি! ‘কংগ্রেসেই থাকছেন’, জানালেন রোহন]
মিছিল শেষে কী বার্তা দিলেন মমতা?
- ১৪ মার্চ সারা ভারতজুড়ে কৃষক দিবস পালিত হচ্ছে।
- প্রচারের পাঁচ-ছ’দিন নষ্ট হয়ে গিয়েছে।
- আমার জীবনে অনেক আঘাত, প্রত্যাঘাত পেরিয়ে এসেছি।
- আমি বিশ্রাম নিলে যাঁরা চক্রান্ত করে তাঁরা সফল হয়ে যাবেন।
- এ ক’দিন যাঁরা আমার খোঁজখবর নিয়েছেন, তাঁদের প্রতি একান্ত কৃতজ্ঞতা জানাই।
- আমার যন্ত্রণা আছে। কিন্তু তার থেকে গণতন্ত্রের যন্ত্রণা অনেক বেশি। গণতন্ত্র পদদলিত হলে তার যন্ত্রণা অনেক বেশি। স্বৈরাচারীদের হাত থেকে গণতন্ত্রকে বাঁচাতে হবে।
- চিকিৎসকদের ধন্যবাদ।
- ভাঙা পায়ে হুইলচেয়ারে বসেই বাংলায় ঘুরে বেড়াব।
- নিহত বাঘের চেয়ে আহত বাঘ আরও ভয়ঙ্কর।
- ভাঙা পায়েই খেলা হবে।
- হাজরা আমার প্রাণ ফিরিয়ে দিয়েছে।
দেখুন ভিডিও: