shono
Advertisement
Mandarmani

মন্দারমণির হোটেলে তৃণমূল নেতার রহস্যমৃত্যু, আটক বান্ধবী

ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়।
Published By: Sayani SenPosted: 02:42 PM Dec 21, 2024Updated: 04:30 PM Dec 21, 2024

রঞ্জন মহাপাত্র, কাঁথি: বান্ধবী-সহ চারজন মিলে মন্দারমণির হোটেলে উঠেছিলেন। একরাত পর ওই হোটেল থেকেই উদ্ধার আমডাঙার তৃণমূল নেতার দেহ। ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। খুন নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় তৃণমূল নেতার বান্ধবীকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনা সংক্রান্ত তথ্যের খোঁজ করছেন তদন্তকারীরা।

Advertisement

মৃত ব্যক্তি আবুল নাসার। তিনি আমডাঙা আধাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী। মন্দারমণির হোটেল কর্তৃপক্ষ শনিবার সকালে আবুলের মৃত্যুর খবর পরিবারকে জানায়। হোটেল কর্তৃপক্ষ সূত্রে খবর, দুই মহিলা এবং এক যুবককে সঙ্গে নিয়ে শুক্রবার মন্দারমণির ওই হোটেলে ওঠেন আবুল নাসার। এক মহিলাকে ওই সন্ধেয় হোটেল থেকে চলে যেতে দেখেন সকলে। তৃণমূল নেতা-সহ তিনজন সেই সময় হোটেলেই ছিলেন। এরপর শনিবার সকালে দীর্ঘক্ষণ কেটে গেলেও, ওই ঘর থেকে কারও সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে হোটেল কর্মীরা ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে। ঝুলন্ত অবস্থায় উপপ্রধানের স্বামীকে দেখতে পান হোটেল কর্মীরা।

খবর পেয়ে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতার সঙ্গে থাকা দুই মহিলার মধ্যে একজন তাঁর বান্ধবী। ওই মহিলাকে আটক করেছে পুলিশ। তৃণমূল নেতাকে খুন করা হয়েছে নাকি আত্মহত্যা করেছেন তিনি, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই মৃত্যুর নেপথ্যে রাজনৈতিক কোনও যোগসাজশ রয়েছে কিনা, তা-ও তদন্তসাপেক্ষ। নিহত তৃণমূল নেতার এক পরিচিতের দাবি, আবুল নাসার পেশায় ব্যবসায়ী ছিলেন। পাওনা টাকা আদায় করতে যাওয়ার নামে বাড়ি থেকে বেরন। তাঁর দাবি, এই মৃত্যুর নেপথ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব রয়েছে। তবে ওই বান্ধবী সম্পর্কে তাঁর কিছু জানা নেই বলেই দাবি তৃণমূল নেতার পরিচিতর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মন্দারমণির হোটেল থেকে উদ্ধার আমডাঙার তৃণমূল নেতার দেহ।
  • ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়।
  • এই ঘটনায় তৃণমূল নেতার বান্ধবীকে আটক করেছে পুলিশ।
Advertisement