shono
Advertisement

‘আপনার আছে ১০০, ২০০০ টাকা দেখলে মন ডগমগ করবে না?’, দুর্নীতি নিয়ে সাফাই কৃষ্ণ কল্যাণীর

তৃণমূল বিধায়কের মন্তব্যে বিভিন্ন মহলে জোর শোরগোল।
Posted: 07:50 PM Apr 05, 2023Updated: 08:39 PM Apr 05, 2023

শংকরকুমার রায়, রায়গঞ্জ: নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য। গ্রেপ্তার একের পর এক নেতা-মন্ত্রী। এবার দুর্নীতি নিয়ে সাফাই দিলেন রায়গঞ্জের বিধায়ক তথা পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী। তাঁর মন্তব্যে বিভিন্ন মহলে জোর শোরগোল।

Advertisement

মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের টেনহরি গ্রামে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে যান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে তাঁর দাবি, “কি করে দুর্নীতি হয়? একজন ব্যাক্তি যদি ঘুষ নিয়ে থাকে, হাজারও ব্যাক্তি ঘুষ দিয়েছে। আমাদের সংবিধানে যদি ঘুষ নেওয়াটা অন্যায় থাকে। তাহলে ঘুষ দেওয়াটাও অন্যায়। আপনার কাছে ১০০ টাকা আছে। আর কেউ আপনার সামনে ২ হাজার টাকা নিয়ে ঘুরঘুর করলে আপনার মনটা ডগমগ করবে নাকি করবে না? সিস্টেমটাকে বদলাতে হবে। শপথ করব যে, না অন্যায় করব, না সহ্য করব। না ঘুষ দেব, না ঘুষ নেব। দল দুর্নীতি করে না। ব্যক্তি দুর্নীতি করে।”

[আরও পড়ুন: ইডেনে কেকেআরের ম্যাচ দেখে বাড়ি ফেরা নিয়ে চিন্তা? মুশকিল আসান করল মেট্রো]

তার পাশাপাশি এলাকার তৃনমুল নেতাদের সাবধানবাণী শোনা যায়। স্পষ্ট হুঁশিয়ারি, “আমার এলাকায় যে নেতারা আছেন, তাঁরা সংযত থাকবেন। আমার বিধানসভা এলাকায় জনগণের কাছ থেকে দুর্নীতি হিসেবে কেউ যদি টাকা তুলে থাকেন, সবার আগে তাকে জেলে ভরার কাজ আমি করব।”

এদিকে, প্রকাশ্য সভায় দলবদল করা বিধায়ক কৃষ্ণ কল্যাণীর এই মন্তব্যে সরব জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি নিমাই কবিরাজ বলেন, “তিনি কোন দলের বিধায়ক সেটা আগে ঠিক করুন। আর চাকরি চুরি যে হয়েছে সেটা তার বক্তব্যেই স্পষ্ট। সেটা তিনি মেনেই নিয়েছেন। আর রাজ্যজুড়ে চাকরি চোরদের বীরের মর্যাদা দিচ্ছে তাদের নেত্রী। মানুষ বুঝে গিয়েছে। আগামী নির্বাচনে তাদের জবাব দেবে মানুষ।”

[আরও পড়ুন: ফের জেল হেফাজতে শান্তনু, ‘এখন শুধু দেখা আর শোনার সময়’, দাবি নিয়োগ দুর্নীতিতে ধৃতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার