সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা সারদার সঙ্গে তুলনা টেনে ছিলেন আগেই। এবার রাজ্য়ের মুখ্যমন্ত্রীকে মেসি-মারাদোনা-পেলের সঙ্গে একই আসনে বসালেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি। তাঁর কথায়, “পঞ্চায়েত ভোট আমাদের সেমি ফাইনাল। ২০২৪-এর লোকসভা ফাইনাল। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মেসি-মারাদোনা-পেলে। তাঁকে ৪২ আসনে জিতিয়ে প্রধানমন্ত্রী করতেই হবে।” পাশাপাশি, পঞ্চায়েত ভোটের প্রচারে চিকিৎসকদের শামিল হওয়ার ডাক দিয়ে বিতর্কে জড়ালেন তিনি।
পঞ্চায়েত ভোট প্রায় দোরগোড়ায়। তার আগে হুইস্পারিং ক্যাম্পেনে জোর দেওয়ার দাওয়াই দিলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প আমজনতার কাছে পৌঁছে দিতে চিকিৎসকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি। নির্মল মাজির কথায়, “যতই কুৎসা, অপপ্রচার হোক, রাজ্য সরকারের ইতিবাচক কাজগুলি তুলে ধরুন। তাহলেই পঞ্চায়েত ভোটে বিপুলভাবে তৃণমূল জয়লাভ করবে। তাঁর আরও সংযোজন, “চেম্বারে হোক বা হাটেবাজারে, চিকিৎসকবন্ধুরা রোগীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি তুলে ধরুন। তৃণমূল সরকারের ৭৩টি প্রকল্পের কথা একটু একটু বলুন।” স্বাভাবিকভাবেই নির্মল মাজির এই মন্তব্য ঘিরে বিতর্ক মাথাচারা দিয়েছে।
[আরও পড়ুন: ‘ধম্মের’ ষাঁড় দুটো গেল কোথায়? কাঠগড়ায় তৃণমূল নেতা, তদন্তে পুলিশ]
তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক মন্তব্যের জেরে বির্তকে জড়িয়েছেন নির্মল মাজি। কখনও মুখ্যমন্ত্রীকে মা সারদা বলে বেলুড় মঠের রোষের মুখে পড়েছেন তো কখনও আবার বেসরকারি হাসপাতালগুলিকে চোখ রাঙিয়েছেন। সেই তালিকায় এবার জুড়ে গেল এই বিতর্কও।