shono
Advertisement

ভাল পারফরম্যান্সের পুরস্কার! মহুয়া মৈত্রকে গোয়ার দায়িত্ব দিল তৃণমূল

নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।
Posted: 06:01 PM Nov 13, 2021Updated: 06:13 PM Nov 13, 2021

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: তুখড় বাগ্মিতা, জনসংযোগে দক্ষতা, সংগঠনে কড়া রাশ হাতে রাখা – একাধিক ক্ষেত্রে দারুণ পারফরম্যান্স। সম্ভবত এসবেরই পুরস্কার পেলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra)। গোয়ায় দলের প্রধান হিসেবে তাঁকেই সামনে আনল তৃণমূল (TMC) নেতৃত্ব। শনিবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি প্রেস বিবৃতি দিয়ে সুখবর জানিয়েছেন। তাঁকে গোয়া তৃণমূলের প্রধান পদে নিয়োগ করা হয়েছে। বাইশে গোয়ায় ভোটের আগে সংগঠনের রাশ ধরবেন দলের তরুণ নেত্রী মহুয়া মৈত্রই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি হিসেবে গোয়ার নির্বাচনী রণকৌশল সাজাবেন মহুয়া।

Advertisement

দলের নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন কৃষ্ণনগরের সাংসদ। ঘনিষ্ঠ মহলে মহুয়া জানিয়েছেন, নিজের কেন্দ্রে যেভাবে বুথে ঘুরে ঘুরে সংগঠনের তদারকি করেছেন, আলোচনা-কর্মিসভার মাধ্যমে সংগঠনকে আরও সাজিয়ে তুলেছেন, সেই একই ধাঁচে গোয়াতেও কাজ করবেন। আগামী দু, একদিনের মধ্যে তিনি গোয়ায় গিয়ে দায়িত্ব বুঝে নেবেন। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে গোয়ার নির্বাচনী প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়বেন মহুয়া মৈত্র। ২০১৯ সালে  সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর সংসদে তাঁর বক্তৃতা, বিতর্কে অংশগ্রহণ, যুক্তি-প্রতিযুক্তিতে বিরোধীদের কপালে চিন্তার ভাঁজ চওড়া করে তুমুল প্রশংসা কুড়িয়েছিলেন একদা বিদেশে বহুজাতিক সংস্থার উচ্চপদে কর্মরত জনপ্রতিনিধি  মহুয়া মৈত্র।  তাতেই দলের ভরসার কেন্দ্রে চলে আসেন তিনি।

[আরও পড়ুন: দমদমে খোলা ম্যানহোলে পড়ে প্রাণহানি অটোচালকের, তদন্তের নির্দেশ ফিরহাদ হাকিমের]

অক্টোবরের শেষে গোয়া সফরে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানকার বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি তাঁর উপস্থিতিতে তৃণমূলে যোগদান করায় সাংগঠনিক শক্তিবৃদ্ধির পথে একধাপ এগিয়েছিল তৃণমূল। শনিবার রাজ্যসভা ভোটে তৃণমূল প্রার্থী হিসেবে গোয়ারই প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো। আগামী সপ্তাহে গোয়া যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। সবমিলিয়ে, গোয়া দখলে যে তৃণমূল এক ইঞ্চি জমিও ছাড়ছে না, তা স্পষ্ট।  এবার দ্বীপরাজ্যে রাজনৈতিক জমি আরও শক্ত করতে ‘স্মার্ট’, তরুণ, সাহসী সাংসদের উপর ভার দিয়ে তৃণমূল নিঃসন্দেহে যথোপযোগী পদক্ষেপ নিল বলে মত রাজনৈতিক মহলের।

[আরও পড়ুন: গালিগালাজ সহ্য করতে না পেরে বাবাকে পিটিয়ে খুন মেয়ের! তীব্র চাঞ্চল্য উত্তরপাড়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement