shono
Advertisement

Breaking News

Farakka

বাংলাদেশে অস্ত্র পাচারের ছক! ফরাক্কায় গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য

কিছু দিন আগে ধৃত এক পাচারকারীকে জেরা করে তাঁর হদিশ মিলেছে বলে খবর।
Published By: Paramita PaulPosted: 01:46 PM Nov 10, 2024Updated: 01:46 PM Nov 10, 2024

শাহজাদ হোসেন, ফরাক্কা: শনিবার রাতেই শিয়ালদহ এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এসটিএফ। গ্রেপ্তার করেছে এক ব্যক্তিকে। এবার আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে রেল সাবওয়ে থেকে গ্রেপ্তার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। শনিবার রাতে নিউ ফরাক্কা জিআরপি তাঁকে গ্রেপ্তার করে। কিছু দিন আগে ধৃত এক পাচারকারীকে জেরা করে তাঁর হদিশ মিলেছে বলে খবর।

Advertisement

ধৃতের নাম আবদুল রসিদ। তিনি মালদা জেলার বৈষ্ণবনগর থানার শোভাপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল সদস্য। নিউ ফরাক্কা জিআরপি সূত্রে জানা গিয়েছে, গত ২৭ অক্টোবর দুপুর বেলায় নিউ ফরাক্কা রেল সাবওয়ে থেকে তৌসিব আলিকে গ্রেপ্তার করে রেল পুলিশ। বাজেয়াপ্ত হয় দুটি আগ্নেয়াস্ত্র, চারটি ম্যাগাজিন। ধৃতকে হেফাজতে নিয়ে জানতে পারে অস্ত্র পাচারের মূল পাণ্ডা তৃণমূলের পঞ্চায়েত সদস্য আবদুল রসিদ।

জিআরপি আরও জানতে পারে, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্রগুলি বাংলাদেশের এক ব্যক্তির কাছে ১ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রির পরিকল্পনা ছিল ধৃত আবদুলের। হাত বদলের আগে রসিদ আগ্নেয়াস্ত্রগুলি মেরামতের জন্য তৌসিফ আলিকে দিয়ে বিহারের আরায় পাঠিয়েছিল। কিন্তু নিউ ফরাক্কা জিআরপির হাতে আগ্নেয়াস্ত্র-সহ ধরা পরে যায় তৌসিব। তাকে জেরা করে আবদুল রসিদকে গ্রেপ্তার করে জিআরপি। রবিবার ধৃতকে সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন করে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় জিআরপি। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে রেল সাবওয়ে থেকে গ্রেপ্তার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য।
  • কিছু দিন আগে ধৃত এক পাচারকারীকে জেরা করে তাঁর হদিশ মিলেছে বলে খবর।
  • মালদা জেলার বৈষ্ণবনগর থানার শোভাপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল সদস্য।
Advertisement