shono
Advertisement

‘বাংলায় হলে জালিয়াতির অভিযোগ, এখন রা নেই কেন?’, গুজরাটে সেতু ভাঙা নিয়ে প্রশ্ন তৃণমূলের

কী বললেন কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্যরা?
Posted: 01:54 PM Sep 25, 2023Updated: 04:20 PM Sep 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোরবি সেতু বিপর্যয়ের (Morbi Bridge collapsed) স্মৃতি আবছা হতে না হতেই ফের গুজরাটে (Gujarat) সেতু বিপর্যয়ের ঘটনা ঘটেছে। রবিবার সুরেন্দ্রনগরের ভাস্তাডি এলাকায় ভোগাভো নদীর উপরের সেতুটি আচমকাই মাঝখান বরাবর ভেঙে যায়। নদীতে তলিয়ে যান অন্তত ১০ জন। পরে চারজনকে উদ্ধার করা হলেও বাকিরা নিখোঁজ। এই দুর্ঘটনা নিয়ে এবার গুজরাট সরকার অর্থাৎ ‘ডবল ইঞ্জিন’ সরকারের কাছে কার্যত জবাবদিহি চাইল তৃণমূল (TMC)। এই দুর্ঘটনা কেন ঘটল? কারা দায়ী? এসব নিয়ে মুখে ‘রা’ নেই কেন? সোমবার X হ্যান্ডলে এই প্রশ্ন তোলা হয়েছে বাংলার শাসকদলের তরফে। প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

Advertisement

ভাস্তাডি এলাকায় ভোগাভো নদীর উপর নির্মিত ওই সেতুটি প্রায় ৪০ বছরের পুরনো। রবিবার সেতুর উপর দিয়ে যাচ্ছিল একটি ডাম্পার ও দুটি বাইক। সেই সময়ে আচমকা মাঝখান থেকে সেতুটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে নদীতে তলিয়ে যান অন্তত ১০ জন। নদীতে পড়ে যায় ডাম্পার ও বাইকগুলো। খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা। তাঁদের উদ্যোগেই ৪ জনকে নদী থেকে উদ্ধার করা হয়। তবে খোঁজ মেলেনি তলিয়ে যাওয়া আরও ৬ জনের। তল্লাশি চললেও স্থানীয়দের আশঙ্কা, ওই ৬ জনকে হয়তো জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে না।

[আরও পড়ুন: ফের নতুন রূপে ছড়াতে পারে করোনা ভাইরাস! হুঁশিয়ারি চিনের ‘বাদুড়-মানবী’র]

এই দুর্ঘটনার পর সোমবার তৃণমূলের তরফে একযোগে সোশাল মিডিয়া (Social Media) ও সাংবাদিকদের সামনে সরব হন নেতা-মন্ত্রীরা। দলের মুখপাত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়া, ”সুরেন্দ্রনগরের ভাস্তাডি এলাকায় একটি ব্রিজ ভেঙে পড়েছে। মানুষজন তলিয়ে গিয়েছেন। তো বারবার গুজরাটেই এমন দুর্ঘটনা কেন হচ্ছে? এ বিষয়টি প্রচারে নেই। কেউ কিছু বলছেন না। সেখানে তো ডবল ইঞ্জিন সরকার। তবু মানুষের জীবন বিপন্ন করার মতো ঘটনা ঘটে চলেছে। কেন?” চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ”বাংলায় এমন দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে বলা হতো, জালিয়াতি হয়েছে। কিন্তু এখন কেন মুখে রা নেই কেন?”

[আরও পড়ুন: কোন মন্ত্রে সাফল্য পাচ্ছেন সূর্য? ছড়াচ্ছেন উত্তাপ, জানিয়ে দিলেন মার্ক ওয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement