shono
Advertisement

‘নির্দলদের ইন্ধন দিলে নাম কেটে দেব’, দলের একাংশকে হুঁশিয়ারি মমতার

ইতিমধ্যেই ৭-৮ জনকে সতর্ক করা হয়েছে, জানালেন তৃণমূল নেত্রী।
Posted: 01:50 PM Mar 08, 2022Updated: 02:37 PM Mar 08, 2022

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: নজরুল মঞ্চের সভা থেকে তৃণমূলের বিক্ষুব্ধদের কড়া বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্দলরা তো বটেই তাঁদের যারা সমর্থন করবেন, সেইসব নেতাদেরও এদিন হুঁশিয়ারি দিয়েছেন মমতা। তাঁর সাফ কথা, “কিছু নেতা নির্দলদের বগলে করে ঘুরছে। নির্দল প্রার্থীদের গাড়িতে নিয়ে ঘুরছে, ছবি তুলছে। এদের বারবার বলা সত্ত্বেও কাজ হচ্ছে না। কিছু লোকজনকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। ৭-৮ জনের নাম আমার কাছে আছে।” মমতার সাফ কথা, যারা নির্দলদের ইন্ধন দিচ্ছেন, তাঁদের প্রথমে সতর্ক করা হবে, তারপর শোকজ করা হবে, দু’বার শোকজ হয়ে গেলে সোজা নাম কেটে দেব।”

Advertisement

এদিন নজরুল মঞ্চের সভা থেকে তৃণমূলনেত্রী (TMC) সাফ জানিয়ে দেন, “তৃণমূল ভদ্রতা করে বলে অনেকে আমাদের দুর্বল ভাবতে শুরু করেছিল। প্রত্যেকের খবর আমাদের কাছে আছে। দলের প্রার্থীকে হারিয়ে নির্দল নিয়ে ঘোরা! কীসের জন্য নির্দলকে সমর্থন? যেখানে দলের প্রার্থী নেই সেখানে কাউকে সমর্থন করাই যায়, সেটা দল ঠিক করবে। দলের প্রার্থী থাকা সত্ত্বেও কেন নির্দল হয়ে লড়াই করা? নির্দল হয়ে দলের প্রার্থীকে হারাচ্ছে। আপনার কী ভাবেন তৃণমূল দুর্বল হয়ে গিয়েছে?”

[আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েই দলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার]

সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় দলের নেতাদের হুটহাট বিবৃতি দেওয়া নিয়েও এদিন ক্ষোভপ্রকাশ করেছেন তৃণমূল নেত্রী। মমতার সাফ কথা, “উলটো-পালটা বলে ভাইরাল হওয়া চলবে না। আপনাদের শেষ সুযোগ। যদি মনে করেন আপনি জিতে দলকে কৃতার্থ করেছেন, তাহলে আপনার জন্য দলের রাস্তা খোলা আছে। তৃণমূল কংগ্রেস দল করলে আদর্শ নিয়ে করতে হবে। লড়াই করতে হবে। তৃণমূলের আদর্শ নিয়ে চলতে হবে।”

[আরও পড়ুন: মন্ত্রিসভায় রদবদল, দায়িত্ব বাড়ল ফিরহাদের, পদোন্নতি চন্দ্রিমা ভট্টাচার্যের]

নজরুল মঞ্চ থেকে মমতার দেওয়া এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ। বস্তুত, সদ্য শেষ হওয়া ১০৮ পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিন্দ্বন্দ্বীই হয়ে উঠেছেন নির্দলরা। আসন সংখ্যার নিরিখে বাম-কংগ্রেস (Congress) এবং বিজেপিকে (BJP) টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এই নির্দল প্রার্থীরাই। বলা বাহুল্য, দলের বিক্ষুব্ধ এই নির্দল প্রার্থীদের জয়ের পিছনে দলের নেতাদেরই একাংশের ইন্ধন ছিল। সেইসব নেতাদের এদিন স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিলেন দলনেত্রী। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার