shono
Advertisement

Breaking News

এবার উত্তরপ্রদেশেও লড়বে তৃণমূল, একটি আসন ছাড়ল অখিলেশের দল

দিল্লির পথ নাকি লখনউ হয়ে যায়! জাতীয় রাজনীতিতে এই কথা বহুদিনের।
Posted: 10:37 AM Dec 30, 2023Updated: 12:10 PM Dec 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির পথ নাকি লখনউ হয়ে যায়! জাতীয় রাজনীতিতে এই কথা বহুদিনের। এবার উত্তরপ্রদেশে ভোটের ময়দানে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। লোকসভা আসন সংখ্যার নিরিখে দেশের সর্ববৃহৎ রাজ্যে ঘাসফুল শিবিরকে একটি আসন ছাড়ার কথা ঘোষণা করেছে সমাজবাদী পার্টি।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার সমাজবাদী পার্টির কোর কমিটির বৈঠক হয়। সেখানেই তৃণমূল কংগ্রেসকে একটি আসন ছাড়ার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়। এনিয়ে দলের সহ-সভাপতি কিরণময় নন্দা বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় একটি আসনে লড়তে চেয়েছিলেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূলকে একটি আসন ছাড়া হবে। আমাদের নেতা অখিলেশ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে।” সূত্রের খবর, প্রাক্তন কংগ্রেস নেতা কমলাপতি ত্রিপাঠীর নাতি রাজেশ ত্রিপাঠী ঘাসফুলের হয়ে ময়দানে নামতে চলেছেন। বাবার মতোই চান্দোলি আসন থেকেই লড়তে চাইছেন রাজেশ। তাঁকে পূর্ণ সমর্থন দেবে সমাজবাদী পার্টি বলে জানিয়েছেন নন্দা।   

[আরও পড়ুন: জোট জটের মাঝেই ভারত ন্যায় যাত্রায় তৃণমূলকে আমন্ত্রণ জানাচ্ছে কংগ্রেস]

বিশ্লেষকদের মতে, ইন্ডিয়া জোটের অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে একটি অংশ বিশেষভাবে সক্রিয়। সেই গোষ্ঠীতে রয়েছেন অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরের মতো নেতারা। মূলত, কংগ্রেসের সঙ্গে টানাপোড়েনই এই ‘সাব গ্রুপে’র প্রাণ। কংগ্রেসের ‘জমিদারি’ মেজাজ নিয়েও সুর চড়িয়েছেন অনেকেই। বিশেষ করে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর সেই আওয়াজ আরও জোরাল হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, তৃণমূলকে আসন ছাড়ার বিনিময়ে কী পাবে অখিলেশের দল? আপাতত এসপির বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাবশত এই সিদ্ধান্ত।           

[আরও পড়ুন: মমতাকে না ‘চটানো’র বার্তা সোনিয়ার, প্রদেশকে ইতিবাচক আলোচনার নির্দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement