shono
Advertisement

Breaking News

অসমে আগুন জ্বালানোর অধিকার নেই তৃণমূলের, বিস্ফোরক দিলীপ

কেন গিয়েছিলেন ওঁরা, প্রশ্ন লকেটেরও৷ The post অসমে আগুন জ্বালানোর অধিকার নেই তৃণমূলের, বিস্ফোরক দিলীপ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:02 PM Aug 02, 2018Updated: 12:24 PM Aug 03, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনআরসি ইস্যুতে অসমকে অশান্ত করে আগুন জ্বালানোর অধিকার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ বৃহস্পতিবার শিলচর বিমানবন্দরে তৃণমূলের প্রতিনিধিদের আটকে দেওয়ার পরই এই প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷

Advertisement

[  অসমে বাধার মুখে তৃণমূল, শিলচর বিমানবন্দরে আটকানো হল প্রতিনিধিদের ]

বৃহস্পতিবারই অসমে পৌঁছায় তৃণমূলের আট সদস্যের প্রতিনিধি দল৷ কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে শিলচর বিমানবন্দরেই আটকে দেওয়া হয় তাঁদের৷ শুধু তাই নয়, মমতাবালা ঠাকুর ও মহুয়া মৈত্রকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ তাঁর অভিযোগ, শয়ে শয়ে পুলিশ তাঁদের ঘিরে ধরেছে৷ ফোন কেড়ে নেওয়া হচ্ছে৷ মহুয়া মৈত্র, মমতাবালা ও সুখেন্দুশেখর রায়কে মারধরও করা হয়েছে৷ যদিও এর প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপবাবু বলেন, “তৃণমূল যদি মনে করে সব জায়গায় স্বচ্ছন্দে চলে যাবে তাহলে ভুল করছে৷ এ রাজ্যেও তো দিল্লি থেকে কেউ এলে তাঁকে আটকানো হয়৷ আমাকেও ধুলাগড়ে যেতে দেওয়া হয়নি৷ তৃণমূল এ রাজ্যে যা করছে করুক৷ অন্য রাজ্যেও অশান্তি করতে চাইবে তা তারা মেনে নেবে কেন? অসমে আগুন জ্বালানোর কোনও অধিকার নেই তৃণমূলের৷”

একই প্রতিক্রিয়া বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের৷ এদিন বাংলায় নাগরিকপঞ্জির দাবিতে কলকাতায় বিজেপির যে মিছিল হয় সেখানে নেতৃত্ব দেন লকেট৷ সেই মিছিল থেকেই লকেটের পালটা প্রশ্ন, “তৃণমূলের প্রতিনিধি দল অসমে গিয়েছিল কেন? কোনও বাঙালির বিরুদ্ধে তো কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷ ভারতীয়দের থেকে বিদেশিদের আলাদা করা হয়েছে৷ তাহলে কেন তৃণমূল সেখানে গিয়েছিল? অসমে অশান্তি তৈরির চেষ্টা করছে বলেই অভিযোগ লকেটের৷”

[ ছিল ভূমিপুত্র হল বাংলাদেশি, এনআরসি কেবল ভুলে ভরা! ]

এদিকে ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ডেরেক ও’ব্রায়ান বলেন, “আইন ভাঙার তো কোনও প্রশ্ন ছিল না৷ তৃণমূলের তরফে যাঁরা গিয়েছিলেন তাঁরা সকলেই জনপ্রতিনিধি৷ তাঁরা আইন জানেন৷ আইন তো ভাঙতে যাননি৷ তাহলে তাঁদের কেন এমনভাবে আটকানো হল? দেশে যে সুপার এমার্জেন্সি চলছে তা আর নতুন করে বলে দেওয়ার কিছু নয়৷”

The post অসমে আগুন জ্বালানোর অধিকার নেই তৃণমূলের, বিস্ফোরক দিলীপ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement