shono
Advertisement
TMCP

একমাস ধরে প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি, নতুন পোস্টার-গান প্রকাশ করবে TMCP

রাজ‌্যজুড়ে শিবির চলছে, বিভিন্ন অঞ্চলের দায়িত্বে পৃথক নেতা-মন্ত্রীরা। এছাড়া সোশাল মিডিয়াও প্রচারে সক্রিয়।
Published By: Sucheta SenguptaPosted: 11:52 AM Jul 29, 2024Updated: 11:58 AM Jul 29, 2024

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সংগঠনের নিজস্ব পোস্টার তৈরি করছে তৃণমূল ছাত্র পরিষদ। তাদের প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে ১ আগস্ট সেই পোস্টার (Poster) প্রকাশ্যে আনার কথা। প্রতিবার তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচি পালিত হয় ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে। ঠিক হয়েছে, ১ আগস্ট পোস্টার লঞ্চও হবে সেই গান্ধী মূর্তির নিচেই। তার সঙ্গে থিম সং প্রকাশ করা হবে প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে। রবিবার, ২৮ জুলাই থেকেই সোশ‌াল মিডিয়ায় (Social Media) টিএমসিপি-র প্রচার অবশ‌্য শুরু হয়ে গিয়েছে। ‘বাকি মাত্র ১ মাস’ - এই স্লোগানকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সোশাল মিডিয়ায় প্রচারের জন‌্য কিছু পোস্টার তৈরি করা হয়েছে। এদিন থেকে সেগুলিকে সামনে এনেই প্রচার শুরু হল।

Advertisement

TMCP-র প্রতিষ্ঠা দিবসের নতুন পোস্টার।

২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর তার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূলের ছাত্র সংগঠন। তার জন‌্য রাজ‌্যজুড়ে শিবির চলছে ছাত্রছাত্রীদের নিয়ে। গত সপ্তাহে একটি প্রস্তুতি বৈঠক সারা হয়েছে তৃণমূল ভবনে। ঠিক হয়েছে, উত্তরবঙ্গে (North Bengal) একটি প্রস্তুতি সভা হবে। মালদহে ৩ আগস্ট হবে সেই সভা। সেখানে উত্তরবঙ্গের সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা থাকবেন। সংগঠনের শীর্ষ নেতারা সেই বৈঠকে থাকবেন।

[আরও পড়ুন: ‘শান্ত সমুদ্রে তৈরি হয় না দক্ষ নাবিক’, অভিষেকের পোস্ট ঘিরে জল্পনা]

এছাড়া সমস্ত শিবিরেরই দায়িত্ব দেওয়া হচ্ছে বিভিন্ন স্তরের নেতৃত্বকে। মালদহের বৈঠকে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, শিলিগুড়ির মেয়র গৌতম দেবের থাকার কথা। মালদহ ছাড়াও বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরেও আলাদা আলাদা শিবির হবে। সাংসদ পার্থ ভৌমিক, আইএনটিটিইউসি-র (INTTUC) রাজ‌্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ‌্যায়, আইটি সেলের চেয়ারম‌্যান দেবাংশু ভট্টাচার্যের থাকার কথা সেই শিবিরগুলিতে। দলের ছাত্র সংগঠনের এই প্রস্তুতি শিবিরের প্রচারে জোরকদমে নেমেছে সোশ‌াল মিডিয়ার (Social Media) শাখাগুলিও।

[আরও পড়ুন: মোদিকে শাহরুখের সঙ্গে তুলনা রণবীর কাপুরের, কী মিল পেলেন প্রধানমন্ত্রী আর বাদশার মধ্যে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস।
  • তার একমাস আগে থেকে শুরু প্রস্তুতি।
  • নতুন পোস্টার, গান প্রকাশ্যে আনা হবে আগামী ১ আগস্ট।
Advertisement