shono
Advertisement

৩৭০ রদে ফুঁসছে পাকিস্তান, জঙ্গি হানার আশঙ্কায় মুম্বইয়ে জারি সতর্কবার্তা 

অপারেশনের দায়িত্বে রয়েছে হাফিজ সইদের ভাই তালহা৷ The post ৩৭০ রদে ফুঁসছে পাকিস্তান, জঙ্গি হানার আশঙ্কায় মুম্বইয়ে জারি সতর্কবার্তা  appeared first on Sangbad Pratidin.
Posted: 10:04 AM Aug 08, 2019Updated: 10:06 AM Aug 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৭০ ধারা রদ করে পাকিস্তানকে কার্যত ৪৪০ ভোল্টের শক দিয়েছে ভারত৷ আগামী দিনে পাক-অধিকৃত কাশ্মীর ও বালোচিস্তান দখলের কথা শোনা যাচ্ছে অনেকের মুখে৷ আর কার্যত মূক দর্শক হয়ে বিফল আক্রোশে ফুঁসছে পাকিস্তান৷ তবে সরাসরি লড়াইয়ে না গেলেও অন্য ষড়যন্ত্র করছে পাক সেনা৷ মুম্বই-সহ ভারতের একাধিক শহরে জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবাকে হামলা চালানোর নির্দেশ দিয়েছে পাক সেনা ও আইএসআই৷ ইতিমধ্যে হামলার আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি৷

Advertisement

[আরও পড়ুন: বন্যায় বিপর্যস্ত মহারাষ্ট্রে মৃত ১৬ জন, ঘরছাড়া লক্ষাধিক]

স্বরাষ্ট্রমন্ত্রকে পেশ করা রিপোর্টে গোয়েন্দারা জানিয়েছেন, আফগানিস্তানে প্রশিক্ষণরত লস্কর জঙ্গিদের একটি দললে ভারতে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ সেখান থেকে প্রথমে জঙ্গিদের পাক-অধিকৃত কাশ্মীরের লিপা ভ্যালিতে থাকা লঞ্চপ্যাডে আনা হবে৷ তারপর সুযোগ বুঝে জেহাদিদের কাশ্মীরে ঢুকিয়ে দেওয়া হবে৷ তবে এবার কাশ্মীর ছাড়াও লক্ষ্য মুম্বই-সহ ভারতের একাধিক বড় শহর৷ গোয়েন্দা সূত্রে খবর, কাশ্মীরে অনুপ্রবেশ করার পর ট্রেনে বা সড়ক পথে মুম্বইয়ে প্রবেশ করার ছক রয়েছে জঙ্গিদের৷ এই গোটা অপারেশনের দায়িত্বে রয়েছে মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের ভাই তালহা৷ এছাড়াও, ইসলামিক স্টেটের বেশ ধরে ‘সমুন্দরি জেহাদ’ বা সমুদ্র পথেও মুম্বই বা গুজরাট উপকূল দিয়ে ভারতে ঢোকার ছক রয়েছে জঙ্গিদের৷ তবে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনীও৷ বৃহস্পতিবার, নিয়ন্ত্রণরেখা বরাবর গোলা বর্ষণ করে চলেছে পাক রেঞ্জার্সরা৷ পালটা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও৷ কাশ্মীর উপত্যকায় রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও৷ কোস্টগার্ড, নৌসেনা থেকে শুরু করে উপকূলবর্তী পুলিশ স্টেশনগুলিকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷

গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, গত কয়েক মাসে বহুগুণ ক্ষমতা বৃদ্ধি করেছে এই জঙ্গি সংগঠনগুলি৷ জলদস্যুদের কায়দায় যাতে তারা সমুদ্রপথে ভারতে হামলা চালাতে পারে, সেই উদ্দেশ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে গোষ্ঠীর নির্বাচিত জঙ্গিদের৷ ব্যবস্থা করা হয়েছে অত্যাধুনিক অস্ত্রের৷ তাঁদের টার্গেটে রয়েছে বাণিজ্যিক জাহাজ থেকে শুরু করে তেল বোঝাই ট্যাঙ্কারগুলি৷ এক গোয়েন্দা শীর্ষ আধিকারিক জানিয়েছেন, রিপোর্টে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য৷ সেখানে বলা হয়েছে, জলপথে হামলা চালাতে পটু করে তুলতে ওই জঙ্গিদের কঠোর প্রশিক্ষণের ব্যবস্থা করেছে লস্কর ও জইশ৷ নৌসেনার কায়দায় সমুদ্রে ডুব সাঁতার দেওয়া শেখানো হচ্ছে এবং শ্বাসরোধ করে অনেকক্ষণ জলের তলায় থাকার কৌশল রপ্ত করানো হচ্ছে৷ ঠিক যেমনটা হয়েছিল মুম্বই হামলায় যুক্ত আজমল কাসভদের৷ ডেভিড কোলম্যান হেডলির বয়ান অনুযায়ী, সেবার ওই দশ জঙ্গিকে পাক নৌসেনার বিশেষ প্রশিক্ষণ ট্রেনিং দেওয়া হয়েছিল৷   

[আরও পড়ুন: ৩৭০ ধারা বাতিলে ‘মওকা’ অবিবাহিতদের! ‘গুগল সার্চ’-এ উপরের সারিতে কাশ্মীরি মেয়েরা]

                       

The post ৩৭০ রদে ফুঁসছে পাকিস্তান, জঙ্গি হানার আশঙ্কায় মুম্বইয়ে জারি সতর্কবার্তা  appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement