shono
Advertisement

বাজেটে দাম বাড়ল তামাকজাত দ্রব্য এবং মোবাইল ফোনের

 জেনে নিন কোন কোন দ্রব্যের দাম বাড়ল এবং কোন দ্রব্যের দাম কমল৷ The post বাজেটে দাম বাড়ল তামাকজাত দ্রব্য এবং মোবাইল ফোনের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:32 PM Feb 01, 2017Updated: 11:02 AM Feb 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পর এই প্রথমবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ নগদের জোগানের অভাবে দেশে কেনাকাটায় খানিক ভাটা পড়েছিল৷ তা চাঙ্গা করতে করছাড়ের উপর জোর দেওয়া হতে পারে এমনটা প্রত্যাশা ছিলই৷ বিশেষজ্ঞদের ধারণা সঠিক প্রমাণ করে মধ্যবিত্তদের কড়ে ঢালাও ছাড় মিলল বাজেটে৷ সেই সঙ্গে চলতি বছরের বাজেটে দাম কমল বহু প্রয়োজনীয় সামগ্রীর৷

Advertisement

২০১৭ সালের আর্থিক বাজেটে যে দ্রব্যের দাম কমল,

ট্রেনের ই-টিকিট

হ্যান্ডলুমে তৈরি পোশাক

বায়ো গ্যাস এবং মিথেন

দেশীয় প্রযুক্তির যন্ত্রাংশ

প্যাকেটজাত খাদ্য

আকরিক দ্রব্য

কম্পিউটারের যন্ত্রাংশ

অন্যান্য বছরের মতো এই বছরও দাম বাড়তে চলেছে সিগারেটের৷ সিগারেট এবং তামাকজাত দ্রব্যের দাম বাড়ার পাশাপাশি চলতি বছরের বাজেটে যে দ্রব্যগুলির দাম বেড়েছে তার তালিকা,

পান মশলা

মোবাইল ফোনের সার্কিট

মোবাইল ফোন

চুরুট

বিলাসবহুল গাড়ি

এলইডি লাইট এবং অপ্রচলিত বিদ্যুৎ

চলতি বাজেটের চুলচেরা বিশ্লেষণ এখনও হয়নি৷ তবুও মোবাইল ফোন এবং তামাকজাত দ্রব্যের দাম বাড়ায় ইতিমধ্যে বিষয়টি নিয়ে হইচই পড়ে গিয়েছে৷

 

The post বাজেটে দাম বাড়ল তামাকজাত দ্রব্য এবং মোবাইল ফোনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement