সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্পেনের ‘সান ফার্মিন’ বা ষাঁড়ের সঙ্গে দৌড় কিংবা আমেরিকার ‘বুল রাইডিং’-এর মতোই অত্যন্ত বিপজ্জনক ‘জাল্লিকাট্টু’ (Jallikattu)। অতীতে একাধিক মর্মান্তিক দুর্ঘটনাও ঘটেছে। তথাপি তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং কর্ণাটকের জন্য স্বস্তির খবর। জাল্লিকাট্টুর বৈধতা বহাল রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৃহস্পতিবার শীর্ষ আদালতের বিচারপতিদের বেঞ্চ জানিয়ে দিল, জাল্লিকাট্টু নিয়ে রাজ্যগুলির আইন বৈধ।
জাল্লিকাট্টু ‘এরুথাঝুভুথাল’ নামেও পরিচিত। তামিলনাড়ুতে ফসল কাটার উৎসব পোঙ্গলের অংশ হিসেবে ষাঁড়-মানুষের খেলা দেখা যায়। যা দক্ষিণের দুই রাজ্য তামিলনাড়ু এবং কর্ণাটকে বিপুল জনপ্রিয়। পাশাপাশি মহারাষ্ট্রেও এই খেলার প্রচলন রয়েছে। তিন রাজ্যেই আইনত বৈধ জাল্লিকাট্টু। যদিও প্রাণী হিংসার অভিযোগ এনে শীর্ষ আদালতে মামলা করছিল করেছিল প্রাণী অধিকার সংগঠন পেটা (PETA)। আগের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, তামিলনাড়ু সরকারের ‘পশুর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ সংশোধিত আইন ২০১৭’-এর বৈধতা বিবেচনা করতে পারে বিচারপতিদের বৃহত্তর বেঞ্চ। পাঁচ বিচারপতিদের বেঞ্চ বৃহত্তরও বেঞ্চের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নও তৈরি করে।
[আরও পড়ুন: ‘যে ধর্মই হিংসা ছড়াক দ্রুত ব্যবস্থা নিতে হবে’, মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি জোসেফের]
জাল্লিকাট্টু নিয়ে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, খেলাটি নিষ্ঠুর হলেও এটিকে রক্তের খেলা বলা যাবে না। কারণ কেউ অস্ত্র ব্যবহার করেন না। তবে দুর্ঘটনায় রক্তপাত হয়ে থাকে। খেলাটি নৃশংস হলেও পশুকে খুনের চেষ্টা করেন না কেউ। বিচারপতি অজয় রাস্তোগি, অনিরুদ্ধ বোস, হৃষিকেশ রায় এবং সিটি রবিকুমারের বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, ‘খেলায় মৃত্যু ঘটলেও ‘রক্তের খেলা’ বলা যায় না।” শেষ পর্যন্ত বিচারপতি কেএম জোসেফের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ জাল্লিকাট্টুর বৈধতা বহাল রাখল।
[আরও পড়ুন: সত্যপাল মালিকের উপর চাপ বাড়াচ্ছে কেন্দ্র! এবার সিবিআই তল্লাশি দুই সহযোগীর বাড়িতে]