সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিঘাংসার শিকার দু’বছরের শিশু৷ বাড়ি মালিক-ভাড়াটিয়ার বিবাদে প্রাণ গেল খুদের৷ কয়েকদিন আগেই বিবাদের জেরে দুধের শিশুটিকে ছুড়ে ফেলা হয় ফুটন্ত ভাতের হাঁড়িতে৷ পাঁচদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি৷ হাসপাতাল সূত্রে খবর, ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল শিশুটির দেহ৷ ফলে সংক্রমণ মারাত্মক রূপ নেয়৷ চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করলেও বাঁচানো যায়নি তাকে৷ মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷
[আরও ভয়াবহ কেরলের বন্যা পরিস্থিতি, সরেজমিনে খতিয়ে দেখতে কোচিতে মোদি]
ঘটনাটি উলটোডাঙার৷ গোরাচাঁদ সাহা লেনে এক বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন রাজকুমারী সাউ৷ বাড়ির মালিকের অভিযোগ, কোনও মাসে ঠিক সময়ে ভাড়া দেন না তিনি৷ উলটে ভাড়া চাইলে রীতিমতো বিরক্ত হন৷ বাড়ির মালিকের সঙ্গে রাজকুমারীর বিবাদের কথা জানেন স্থানীয় বাসিন্দারাও৷ মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো টাকা চাইতে গিয়েছিলেন বাড়িমালিক৷ ফের রাজকুমারী সাউয়ের সঙ্গে তাঁর বচসা শুরু হয়৷ ঘটনার সময়ে ওই বাড়ি লাগোয়া পাঁচিলের উপর বসে ছিল বাড়িমালিকের বছর দুয়েকের শিশুসন্তান৷ পাঁচিলের পাশে ছিল ফুটন্ত ভাতের হাড়ি৷ বচসা চলাকালীন রাজকুমারী আচমকাই ওই শিশুটিকে ধাক্কা মেরে পাঁচিল থেকে ফেলে দেন বলে অভিযোগ৷ ফুটন্ত হাঁড়িতে পড়ে যায় সে৷
বাড়ির মালিক ও ভাড়াটিয়া বচসায় অভ্যস্ত স্থানীয় বাসিন্দারা৷ তাই প্রথমে বিষয়টিতে তেমন আমল দেননি তাঁরা৷ কিন্তু শিশুর কান্নার আওয়াজ পেয়ে ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় বাসিন্দারা৷ শিশুটিকে গরম হাঁড়ি থেকে উদ্ধার করা হয়৷ তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷ শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিশুটিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা৷ এসএসকেএম-র উডবার্ন ওয়ার্ডে চিকিৎসা চলছিল শিশুটির৷ অভিযুক্ত রাজকুমারী সাউয়ের বিরুদ্ধে উলটোডাঙা থানায় অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক৷ অভিযুক্তের অবশ্য দাবি, তিনি ধাক্কা দেননি৷ খেলতে খেলতে শিশুটি ফুটন্ত ভাতের হাড়িতে পড়ে যায়৷
[জামাইয়ের সঙ্গে শাশুড়ির সম্পর্ক, সন্দেহে পরিবারকে তালাবন্দি করল শ্বশুর]
The post লড়াই শেষ, ফুটন্ত ভাতের হাঁড়িতে ফেলার ৫ দিনের মাথায় মৃত্যু একরত্তির appeared first on Sangbad Pratidin.