shono
Advertisement

Breaking News

Tokyo Olympics: কোন ভারতীয় কোন প্রতিযোগিতায় নামছেন, রইল পূর্ণাঙ্গ তালিকা

এবারের অলিম্পিকে খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ২২৭ জনের ভারতীয় দল অংশ নেবে।
Posted: 05:11 PM Jul 16, 2021Updated: 02:28 PM Jul 17, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র কয়েকদিন। করোনা আবহে গত বছর স্থগিত থাকার পর অবশেষে শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক। এবারের অলিম্পিকে খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ২২৭ জনের ভারতীয় দল অংশ নেবে। এর মধ্যে রয়েছেন ১২৬ জন প্রতিযোগী। পদকজয়ের লক্ষ্যে অলিম্পিকের মোট ১৮টি ইভেন্টে অংশ নেবেন ভারতীয়রা।

Advertisement

এক নজরে দেখে নিন কারা কোন প্রতিযোগিতায় নামছেন:

তিরন্দাজি: তরুণদীপ রাই, অতনু দাশ, প্রবীণ যাদব, দীপিকা কুমারী।

অ্যাথলেটিক্স: কেটি ইরফান, সন্দীপ কুমার, রাহুল রোহিল্লা, গুরপ্রীত সিং, ভাবনা জাট, প্রিয়াঙ্কা গোস্বামী, অবিনাশ সাবলে, মুরলী শ্রীশংকর, এমপি জাবির, নীরাজ চোপড়া, শিবপাল সিং, অন্নু রানি, তাজিন্দরপাল সিং তুর, দ্যুতি চাঁদ, কমলপ্রীত কৌর, সীমা পুনিয়া, মহম্মদ আনাস ইয়াহিয়া, নোয়াহ নির্মল টম, অমোজ জ্যাকব, আরোকিয়া রাজীব, সার্থক ভামব্রি, অ্যালেক্স অ্যান্টনি, ভি রেভাতি, শুভা ভেঙ্কটেশন, ধনলক্ষ্মী শেখর।

ব্যাডমিন্টন: পিভি সিন্ধু, সাই প্রণীত, সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি।

বক্সিং: বিকাশ কৃষ্ণণ, লভলিনা বরগোঁহাই, আশিস কুমার, পুজা রানি, সতীশ কুমার, মেরি কম, অমিত পাঙ্ঘাল, মনীশ কৌশিক, সিমরনজিৎ কৌর।

ইকুয়েস্ট্রিয়ান: ফওয়াদ মির্জা।

ফেন্সিং: ভবানী দেবী।

[আরও পড়ুন: ‘সবসময় জৈব বলয়ে থাকা যায় না’, বিতর্কের মধ্যে পন্থের পাশে Sourav]

গল্ফ: অনির্বাণ লাহিড়ী, উদয়ন মানে, অদিতি অশোক।

জিমন্যাসটিক্স: প্রণতি নায়েক

হকি: পুরুষ এবং মহিলা হকি দল উভয়েই অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছে।

জুডো: সুশীলা দেবী লিকমাবাম

রোয়িং: অরুণ জাট এবং অরবিন্দ সিং

সেলিং: নেথরা কুমানান, বিষ্ণু সারাভানান, কেসি গণপতি এবং বরুণ ঠাক্কার।

শুটিং: অঞ্জুম মোদগিল, অপূর্বী চান্ডেলা, দিব্যাংশ সিং পানওয়ার, দীপক কুমার, তেজস্বিনী সাওয়ান্ত, সঞ্জীব রাজপুত, ঐশ্বর্য প্রতাপ সিং তোমার, মানু ভাকার, যশস্বিনী সিং দেশওয়াল, সৌরভ চৌধুরী, অভিষেক বর্মা, রাহি সর্নোবত, এলাভেনিল ভালারিভান, অঙ্গদ বীর সিং বাজওয়া, মাইরাজ আহমেদ খান।

সুইমিং: সজ্জন প্রকাশ, শ্রীহরি নটরাজ, মীনা প্যাটেল।

টেবিল টেনিস: শরথ কমল, সাথিয়ান গণশেকরণ, সুতীর্থ মুখোপাধ্য়ায়, মনিকা বাত্রা

টেনিস: সানিয়া মির্জা এবং অঙ্কিতা রায়না।

ভারত্তোলন: মীরাবাঈ চানু।

কুস্তি: সীমা বিসলা, ভিনেশ ফোগাট, অংশু মালিক, সোনম মালিক, রবিকুমার দাহিয়া, বজরং পুনিয়া, দীপক পুনিয়া।

[আরও পড়ুন: ২২ গজে ফের চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement