shono
Advertisement

নোট বাতিলের জের, ১১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত মকুব টোল ট্যাক্স

দেশের সমস্ত জাতীয় সড়কের টোল প্লাজাগুলিতে বহাল থাকবে এই নিয়ম The post নোট বাতিলের জের, ১১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত মকুব টোল ট্যাক্স appeared first on Sangbad Pratidin.
Posted: 11:34 PM Nov 09, 2016Updated: 06:04 PM Nov 09, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুচরো বড় বালাই৷ তাই ১১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশের সমস্ত টোল প্লাজায় ট্যাক্স মকুব করে দিল কেন্দ্র সরকার৷ কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি এদিন এই কথা ঘোষণা করেন৷ তিনি বলেন, জাতীয় সড়কের উপর সমস্ত টোল প্লাজা গুলিতে যাতে গাড়ি সুস্থভাবে যাতায়াত করতে পারে সেই জন্যই এই সিদ্ধান্ত৷

Advertisement

এদিন সকালে ন্যাশনাল হাইওয়েজ অথরিটিজ অফ ইন্ডিয়া –র (NHAI) চেয়ারম্যান রাঘব চন্দ্র জানান, প্রধানমন্ত্রীর নোট বাতিলের ঘোষণার পরই দেশের ৩৬৫টি টোল প্লাজায় ৫০০ ও ১০০০ টাকার নোট লেনদেন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়৷ কিন্তু, তাতে প্রবল সমস্যার মুখে পড়তে হয় টোলগুলিকে৷ প্রায় সব জায়গাতেই খুচরো নিয়ে সমস্যা দেখা দেয়৷ বাড়তি সময় লাগার কারণে অনেক জায়গায় জাতীয় সড়কে যান চলাচলেও সমস্যা তৈরি হয়৷

শোনা গিয়েছে, এই সমস্যা পিএমও-তে জানান রাঘব চন্দ্র৷ তারপরই পরিস্থিতি সামাল দিতে টোল ট্যাক্স মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়৷

The post নোট বাতিলের জের, ১১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত মকুব টোল ট্যাক্স appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement