সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুচরো বড় বালাই৷ তাই ১১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশের সমস্ত টোল প্লাজায় ট্যাক্স মকুব করে দিল কেন্দ্র সরকার৷ কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি এদিন এই কথা ঘোষণা করেন৷ তিনি বলেন, জাতীয় সড়কের উপর সমস্ত টোল প্লাজা গুলিতে যাতে গাড়ি সুস্থভাবে যাতায়াত করতে পারে সেই জন্যই এই সিদ্ধান্ত৷
এদিন সকালে ন্যাশনাল হাইওয়েজ অথরিটিজ অফ ইন্ডিয়া –র (NHAI) চেয়ারম্যান রাঘব চন্দ্র জানান, প্রধানমন্ত্রীর নোট বাতিলের ঘোষণার পরই দেশের ৩৬৫টি টোল প্লাজায় ৫০০ ও ১০০০ টাকার নোট লেনদেন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়৷ কিন্তু, তাতে প্রবল সমস্যার মুখে পড়তে হয় টোলগুলিকে৷ প্রায় সব জায়গাতেই খুচরো নিয়ে সমস্যা দেখা দেয়৷ বাড়তি সময় লাগার কারণে অনেক জায়গায় জাতীয় সড়কে যান চলাচলেও সমস্যা তৈরি হয়৷
শোনা গিয়েছে, এই সমস্যা পিএমও-তে জানান রাঘব চন্দ্র৷ তারপরই পরিস্থিতি সামাল দিতে টোল ট্যাক্স মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়৷
The post নোট বাতিলের জের, ১১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত মকুব টোল ট্যাক্স appeared first on Sangbad Pratidin.