shono
Advertisement

Breaking News

‘আমায় কাজ দিন!’, ফেসবুক পোস্টে অনুরোধ অনিন্দ্যর, হঠাৎ কী হল অভিনেতার?

'বেলাশুরু' ছবিতে প্রশংসিত হয়েছে অনিন্দ্য চট্টোপাধ্যায় অভিনয়।
Posted: 03:29 PM May 24, 2022Updated: 03:38 PM May 24, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিপর্দায় দারুণ জনপ্রিয় অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। তাঁর অভিনীত গাঁটছড়ার টিআরপি তো রোজই বাড়ছে। অন্য়দিকে, সদ্য মুক্তি পাওয়া ‘বেলাশুরু’তে (Beleshuru) মজুমদার বাড়ির ছোট জামাই পলাশ চরিত্রে অভিনয় করে প্রশংসাও কুড়িয়ে নিয়েছেন অনিন্দ্য (Anindya Chatterjee)। এই মুহূর্তে বক্স অফিসে ঝড় তুলছে পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ছবি। ঠিক এই সময়ই ফেসবুকে আজব কাণ্ড করে বসলেন অভিনেতা অনিন্দ্য । ফেসবুকের একটি পোস্টে প্রকাশ্যে চাইলেন নতুন কাজ!

Advertisement

ঠিক কী লিখলেন অনিন্দ্য?

ফেসবুকে অভিনেতা লিখলেন, ‘বেলাশুরু বা অন্য কোনো সিনেমায় আমার অভিনয় দেখে যদি কোনো সহৃদয় ডিরেক্টর আমাকে ওটিটির জন্যে ভাবেন তাহলে খুব খুশি হব। অডিশন ও দেব। ওটিটি করতে চাই কিন্তু কেউ ভাবেই না আমাকে নিয়ে । আমার তো ইচ্ছে করে বাকিদের মতন ওয়েব সিরিজ করতে। অগত্যা ফেসবুকেই লিখলাম। যদি কোনও ডিরেক্টরের চোখে পড়ে যাই  কাজ চাইতে আমার লজ্জা নেই আর অত বড় আর্টিস্টও আমি হয়ে যায়নি । এবার দেখি আমার ভাগ্য খোলে কিনা।’

[আরও পড়ুন: সাগ্নিকের টাকা কি পল্লবীদের হাতেই? তদন্তে ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখছে পুলিশ]

সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে অভিনেতাকে ফোন করা হলে তিনি জানান, ‘হ্যাঁ একেবারেই কাজ চাইছি। তবে ওটিটির জন্য কাজ চাইছি। এমনিতে আমার হাতে প্রচুর কাজ। তবে সবাই ওটিটিতে কাজ করছে। আমি করছি না। সেই ভাবনা থেকেই আমার এই পোস্ট।’

তা হঠাৎ ওটিটিতেই কেন? উত্তরে অনিন্দ্যর স্পষ্ট জবাব, ‘বেলাশুরু হিট। আমার ধারাবাহিকও হিট। কিন্তু তবুও ওটিটিতে কাজ পাচ্ছি না। এই কারণেই এই পোস্ট করেছি। সবাই সিরিজ, ওটিটি অরিজিনালসে কাজ করছে , শুধু আমিই করছি না। সবাই যদি করে, আমি কেন করব না!’

অনিন্দ্য জানিয়েছেন, এই পোস্ট থেকে এখনও সাড়া পাননি তিনি। তবে দৃঢ় বিশ্বাস কেউ না কেউ এই পোস্ট দেখবেনই!

ওটিটি থেকে ডাক না পেলেও, অনিন্দ্যর হাতে এখন প্রচুর কাজ। বিক্রম ও সোলাঙ্কি জুটির নতুন ছবিতে দেখা যাবে অনিন্দ্যকে। অন্যদিকে, অঙ্কুশ ও ঐন্দ্রিলার ‘পরিযায়ী’ ছবিতেও অভিনয় করবেন অনিন্দ্য। এই ছবির পরিচালক পাভেল। তবে ফিল্ম ও সিরিয়ালের শুটিংয়ের মাঝে ওটিটিতে কাজ পাওয়া নিয়ে আশাবাদী অনিন্দ্য চট্টোপাধ্যায়।

[আরও পড়ুন: ইতিহাসের ‘ভুল ব্যাখ্যা’, শ্যাম বেনেগলের ‘মুজিব’ ছবির ট্রেলার ঘিরে বিতর্ক বাংলাদেশে ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement