shono
Advertisement

পুড়ে ছাই এসকে মুভিজের গোডাউন, বিশাল ক্ষয়ক্ষতি, পাশে থাকার বার্তা টলিউড শিল্পীদের

সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন টলি তারকারা।
Posted: 02:03 PM Oct 13, 2022Updated: 07:23 PM Oct 13, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সকাল সকাল কুঁদঘাট এলাকার বাবুরাম ঘোষ রোডে বাংলা ছবির প্রযোজনা সংস্থা এসকে মুভিজের গোডাউনে আগুন লাগে। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গোডাউনটি। আগুনের তাপে দাহ্য পদার্থে ঠাসা গোডাউনের দেওয়ালে ফাটল ধরেছে বলে সূত্রের খবর। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সকাল সকাল এমন খবর পেয়ে মন খারাপ টলিপাড়ার শিল্পীদের। সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন তাঁরা।

Advertisement

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লিখলেন, ”আমি হতবাক। এমন এক বিধ্বংসী খবর দিয়ে শুরু। এই স্টুডিয়োয় কত মিটিং, কত লুক সেট হয়েছে, কত কত স্মৃতি। পাশে আছি।” অন্যদিকে, পরিচালক রিংগো ঘটনার ভিডিও পোস্ট করে লিখলেন, খুবই দুঃখের খবর। বাংলা সিনেমার জন্য খুব বড় ক্ষতি। পরিচালক অয়ন চক্রবর্তী লিখেছেন, ”কুঁদঘাটে এসকে মুভিজের ইকুইপমেন্ট গোডাউনে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। গোটা বাংলা চলচ্চিত্র ওয়েবসিরিজ সিরিয়াল ছোট ছবি তথ্যচিত্র ইন্ডাস্ট্রিকে ইকুইপমেন্ট সরবরাহ করে এসকে। এই বিপর্যয় থেকে এসকে উঠে দাঁড়াক। হিমাংশু ধানুকা, অশোক ধানুকা ও অসংখ্য টেকনিশিয়ানের পাশে আছি।”

[আরও পড়ুন: ‘কে বলল আমরা আলাদা হতে চাই!’, রণবীরের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে অকপট দীপিকা ]

সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে প্রযোজক সংস্থার কর্ণধার অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। তাঁদের ফোনে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে খবর। এলাকার বাসিন্দারা আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন। ততক্ষনে কালো ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। প্রাথমিকভাবে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে। দাহ্য পদার্থ ঠাসা ওই গোডাউনের কাছে রয়েছে একটি আবাসন। আতঙ্কে আবাসন থেকে বাসিন্দারা রাস্তায় বেরিয়ে পড়েন। তবে বড়সড় বিপদের আশঙ্কায় ইতিমধ্যে আশপাশ থেকে স্থানীয় বাসিন্দাদের সরানো হয়েছে।

গোডাউনের পাশে একটি বসতি রয়েছে। ওই বসতির বাসিন্দারাও আতঙ্কে বাইরে বেরিয়ে এসে নিজেরাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আবাসন থেকে জল নিয়েও আগুন নেভানোর চেষ্টা হয়। আপাতত আগুন যাতে ওই আবাসন ও আশপাশের বসতি বা কোথাও ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টাই করছেন দমকল কর্মী ও আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫টি দমকলের ইঞ্জিন গিয়েছে ঘটনাস্থলে। এখনও পকেট ফায়ার রয়েছে বলে দমকল সূত্রের খবর।

ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি এলাকার বাসিন্দাদের পাশে গিয়ে দাঁড়ান। মন্ত্রী জানান, স্থানীয় মানুষ আমাকে ফোন করেন। খবর পেয়ে আসি। স্থানীয়রা ঝাঁপিয়ে পড়ে আগুন নেভানোর চেষ্টা করে। দমকলও আপ্রাণ চেষ্টা করছে। এখনও কিছুটা এলাকায় আগুন রয়েছে।” তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক দমকল কর্মী আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: ছবি হিট করাতে নতুন চ্যালেঞ্জ জাহ্নবীর, ‘মিলি’র টিজারে চমকে দিলেন শ্রীদেবীকন্যা ]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement