shono
Advertisement

Breaking News

স্ক্রিপ্ট পড়ার অজুহাতে কুপ্রস্তাব! টলিউড পরিচালকের বিরুদ্ধে অভিযোগ অভিনেত্রীর

পরিচালকের সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন অভিনেত্রী।
Posted: 09:13 PM Oct 14, 2022Updated: 09:33 PM Oct 14, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিত্রনাট্য পড়ার অজুহাতে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল বাপ্পা নামের এক প্রযোজকের বিরুদ্ধে। ফেসবুকে এই অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী সুকন্যা দত্ত। পরিচালক বাপ্পার ছবি পোস্ট করে এই অভিযোগ জানিয়েছেন সুকন্যা। পাশাপাশি তাঁর সঙ্গে কথোপকথনের কিছু স্ক্রিনশটও শেয়ার করেন তিনি।

Advertisement

সুকন্যার পোস্ট করা স্ক্রিনশটের সত্যতা জানা সম্ভব হয়নি। তবে ‘শহরের উপকথা’ নামের ছবি পরিচালনা করেছেন ‘বাপ্পা’। আগামীতে ফুটবলার মেহতাব হোসেনের বায়োপিক তৈরি করার কথা রয়েছে তাঁর। নিজের পোস্টে সুকন্যা অভিযোগ করেছেন, তাঁকে তিনটি শর্টফিল্ম নিয়ে তৈরি ট্রিলজিতে অভিনয় করার অফার দেন বাপ্পা। পরিচালকের সঙ্গে কথা বলার পর অভিনেত্রী বুঝতে পারেন তাঁকে বোল্ড সিনের ওয়ার্কশপ করতে হবে।

[আরও পড়ুন: শববাহী গাড়িতে বসে থাকা মহিলার দিকে তাকিয়ে ‘ঘেঁটে’ গেলেন মীর, কিন্তু কেন?]

“আমি বুঝতে পারলাম না উনি সিনেমা বানাতে চান না পর্ন ফিল্ম!”, লেখেন সুকন্যা। এরপরই তিনি জানান, পরিচালকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে ‘সেক্স্যুয়ারি ডিজেবলড মানুষ’ বলা হয়। অভিনেত্রীর অভিযোগ, তাঁকে আরও লেখার অযোগ্য ভাষা বলা হয়। এরপরই তিনি লেখেন, “আমি হয়তো এইভাবে লিখতাম না কিন্তু ওনাকে ২ থেকে ৩ বার বিভিন্ন কথা আমি কী ধরনের মেয়ে বা আমি কীভাবে কাজ করতে চাই এটা বোঝানোর পরও উনি বারবার প্রতিটা কথায় স্ক্রিপ্ট পরার নাম করে নোংরা ইঙ্গিত করতে থাকেন। উনি আবার নর্মাল ফোনে কথা বলেন না… হোয়াটসঅ্যাপ কল করেন যাতে কোনও রেকর্ডিং না হয়। ওনার ফিল্মের হিরোইন হতে গেলে ও ওনার স্কুটি করে ঘুরতেই হবে।”

নিজের পোস্টে একাধিক টলি তারকার নামও নিয়েছেন সুকন্যা। তাঁদের প্রত্যেককে নাকি ‘ফালতু’ তকমা দেন পরিচালক। এমন মানুষের সঙ্গে যে প্রযোজনা সংস্থা কাজ করছেন তারা একবার ভেবে দেখতে পারেন বলেও জানান সুকন্যা। শেষে তিনি জানান, এত বছর ইন্ডাস্ট্রিতে রয়েছে এমন অভিজ্ঞতা কখনও হয়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিচালক বাপ্পার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[আরও পড়ুন: কমেডির মোড়কে সামাজিক বার্তা, চেনা ছকেই ‘ডক্টর জি’ হলেন আয়ুষ্মান, পড়ুন রিভিউ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement