shono
Advertisement
Bonny-Koushani

তানজানিয়ার জঙ্গলে জেব্রা-জিরাফের মাঝে নাচ বনি-কৌশানির, তার পর?

'ভুলভুলাইয়া'র গানে বনি-কৌশানীর নাচ। দেখুন ভিডিও।
Published By: Sandipta BhanjaPosted: 07:14 PM Nov 28, 2024Updated: 07:14 PM Nov 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে যখন 'বহুরূপী'র ঝিমলি সুপারহিট, আয়ের অঙ্ক বাড়ছে তরতরিয়ে, তখন তানজানিয়ার জঙ্গলে পৌঁছে গিয়েছেন কৌশানী মুখোপাধ্যায়। বনি সেনগুপ্তর সঙ্গে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। সেখানেই জেব্রা, জিরাফের মাঝে নাচ করে ফের খবরের শিরোনামে তারকাজুটি। তবে এবার আর নিজের সিনেমার সুপারহিট আইটেম গান 'ডাকাতিয়া বাঁশি' নয়, মজলেন কার্তিক আরিয়ানের 'ভুলভুলাইয়া'র গানে।

Advertisement

দিন কয়েক আগেই বনির সঙ্গে কলকাতা থেকে আফ্রিকার উদ্দেশে উড়ে গিয়েছেন কৌশানী। সেখান থেকে মজার বেশ কিছু মুহূর্ত শেয়ারও করেছেন। তবে বৃহস্পতিবার সোশালপাড়ার রীতিমতো শোরগোল ফেলে দিলেন তারকাজুটি। বর্তমানে পূর্ব আফ্রিকার তানজানিয়াতে রয়েছেন বনি-কৌশানি (Bonny-Koushani)। সেখানেই তাঁদের দেখা গেল জেব্রা এবং জিরাফদের মাঝে নাচ করতে। জানা গেল, এই রিল ভিডিওটি সেখানকার সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কে শুট করেছেন বনি-কৌশানী। ভিডিও দেখে অনুরাগীদের একাংশ যেমন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, তেমনই আবার নিন্দুকরা ট্রোল করতেও পিছপা হলেন না!

কারও প্রশ্ন, 'এবার সিংহ বা বাঘ এলে কী করবেন?' আবার কারও মন্তব্য, 'সৃজনশীলতার লেশমাত্র নেই আপনাদের মধ্যে, নইলে কেউ এভাবে একটা জঙ্গলের পশুদের মাঝে নাচ করে?' কেউ বা আবার বাংলা গানে রিল শুট না করার জন্য একহাত নিলেন বনি-কৌশনীকে। জনৈকর কটাক্ষ, 'তোমাদের সাহস কে দিল এসব গানে রিল বানানোর! বাঙালি বাংলা গানে রিল বানাও।' কারও সংশয়, 'বাঘ এলে কী হবে ভাই?' এককথায়, 'ভুলভুলাইয়া'র গানে বনি-কৌশানীর রিল ভিডিও নেটপাড়ার চর্চায়। আফ্রিকায় ছুটি কাটাতে গিয়ে যে টলিপাড়ার তারকাজুটি বেশ উপভোগ করছেন, সেটা তাঁদের সোশাল মিডিয়ায় উঁকি দিলেই বোঝা যাবে। প্রায় প্রতিটা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিন কয়েক আগেই বনির সঙ্গে কলকাতা থেকে আফ্রিকার উদ্দেশে উড়ে গিয়েছেন কৌশানী।
  • বর্তমানে পূর্ব আফ্রিকার তানজানিয়াতে রয়েছেন বনি-কৌশানি।
  • সেখানেই তাঁদের দেখা গেল জেব্রা এবং জিরাফদের মাঝে নাচ করতে।
Advertisement