সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭ বছর ধরে নাটকের সঙ্গে জড়িত। চারটে ছবিও তৈরি করেছিলেন। তবুও হাতে এখন একটিও কাজ নেই । সংসার চলছে না। ঠিক এই ভাষাতেই ফেসবুকে কাজের আর্জি জানালেন টলি পরিচালক প্রেমাংশু রায় (Premanshu Roy)।
ফেসবুক পোস্টে ঠিক কী লিখলেন পরিচালক?
প্রেমাংশু লিখলেন, ‘আমি বাংলা সিরিয়াল লিখতে ও অভিনয় করতে ভীষণভাবে ইচ্ছুক। সাতাশ বছরের নাট্য অভিজ্ঞতা ও চারটে ফিল্ম পরিচালনারও অভিজ্ঞতা রয়েছে। যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন আর্থিকভাবে ভীষণ উপকৃত হই।’ এখানেই থেমে যাননি পরিচালক। তাঁর এই পোস্টে তিনি আরও লিখলেন, একসময় টলিউড ইন্ডাস্ট্রির মানুষদের সঙ্গে চেনাজানা থাকলেও, এখনকার মানুষদের সঙ্গে তাঁর তেমন কোনও যোগাযোগ নেই। পরিচালকের কথায়, শুধু নাটক করে সংসার চলছে না। সেই কারণেই কাজ চাইছেন তিনি।
[আরও পড়ুন: এবার পরিচালনায় হাতেখড়ি অভিনেতা রাহুলের, পর্দায় ফুটিয়ে তুলবেন লর্ডসে সৌরভের সেঞ্চুরি ]
করোনা আবহে স্বাভাবিক ভাবেই বিপাকে পড়েছিল বিনোদন জগত। এই মুহূর্তে তবুও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। করোনার কারণেই যে কাজের সুযোগ কমেছে, তা কিন্তু অস্বীকার করেননি পরিচালক। সংবাদ মাধ্যমকে পরিচালক জানিয়েছেন, এই পোস্টের পরে তাঁর কাছে বেশ কয়েকটি কাজের ফোনও এসেছে।
২০১৭ সালে মুক্তি পায় প্রেমেংশু রায়ের ছবি ‘চিলেকোঠা’। এই ছবিতে অভিনয় করেছিলেন ব্রাত্য বসু, ঋত্বিক চক্রবর্তী ও ধৃতিমান চট্টোপাধ্য়ায়। কয়েক বছর আগে একটি ওয়ার্কশপে এক উঠতি অভিনেত্রী পরিচালকের নামে যৌন হেনস্তার অভিযোগও তুলেছিলেন। বিতর্কের ঝড় উঠেছিল টলিপাড়ায়। তবে সে সব এখন অতীত। বরং করোনা আবহে কাজের অভাব তাঁর। সেই কারণে ফেসবুক পোস্ট করে কাজ চাইছেন পরিচালক।