সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর বক্স অফিসে এবার চার ছবির মধ্যে জব্বর লড়াই। দশম অবতার, বাঘা যতীন, রক্তবীজ এবং জঙ্গলে মিতিন মাসি। সিনেপ্রেমীরা ইতিমধ্য়েই ঠিক করে নিয়েছেন, কবে, কোন ছবিটা দেখবেন। কিন্তু তার আগেই টলিপাড়ায় রটে গেল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় এক প্রযোজনা সংস্থা নাকি বন্ধ হতে চলেছে। এমনকী, শোনা যাচ্ছে এই প্রযোজনা সংস্থার অফিসের দরজাও নাকি বন্ধ। তা কোন প্রযোজনা সংস্থা?
শোনা যাচ্ছে, দেব অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবির প্রযোজনা সংস্থা ‘শ্যাডো ফিল্মস’-ই নাকি বন্ধ হতে চলেছে। যে প্রযোজনা সংস্থা ব্যোমকেশ ছাড়াও পরমব্রত চট্টোপাধ্য়ায় ও আবির চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘বিয়ে বিভ্রাট’ প্রযোজনা করেছেন, সেই সংস্থা হঠাৎ বন্ধ হচ্ছে কেন? শোনা যাচ্ছে, কলাকুশলীদের বকেয়া টাকা নিয়ে সমস্যার কারণেই এমনটা ঘটেছে।
[আরও পড়ুন: হামাস জঙ্গির গুলিতে খুন বোন-জামাই! ‘আমিও হুমকি পাচ্ছি’, গা ঢাকা দিয়ে বার্তা মধুরার]
প্রযোজক শ্য়াম সুন্দরকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে, সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেছেন, ”কোনও ছবির যদি কাজ চলতে থাকে তাহলে শিল্পীরা আংশিক টাকা পেয়েছেন, তা সব প্রযোজনা সংস্থাতেই হয়ে থাকে। তবে ব্যোমকেশ বা বিয়ে বিভ্রাটের কারও পারিশ্রমিক বকেয়া আছে, তা কিন্তু আমি শুনিনি। তবে এটা বলতে পারি, আমার অফিস চলছে। আমাকে ফোনেও পাওয়া যাচ্ছে সব সময়। এই মুহূর্তে সংস্থা হচ্ছে না। এটাই বলতে পারি।”