সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবভক্তদের হুমকিতে জেরবার তারকাদের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট। মঙ্গলবার থেকে আচমকাই দেবভক্তদের একাংশের রোষানলে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কুরুচিকর ভাষায় কখনও 'বহুরূপী' পরিচালককে গালিগালাজ, আবার কখনও বা কৃত্রিম মেধাকে হাতিয়ার করে তাঁর স্ত্রী তথা স্বনামধন্যা চিত্রনাট্যকারের ছবি বিকৃত করে নেটপাড়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ। গোপনীয়তা ভঙ্গের অভিযোগে এবার রবীন্দ্র সরোবর থানায় এফআইআর দায়ের করলেন শিবপ্রসাদ-জিনিয়া (Shiboprosad Mukherjee, Zinia sen)।
সংবাদ প্রতিদিন ডিজিটালকে চিত্রনাট্যকার জিনিয়া সেন জানালেন, "বুধবার দুপুর থেকেই আমার একাধিক ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। সকালে সাইবার ক্রাইমে জানিয়েছি এবার রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করলাম আমরা।" তাঁর মন্তব্য, "এরকম পরিস্থিতি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির এর আগে হয়নি । এরকম ফ্যান ক্লাবের উৎপাত আগে কখনও দেখিনি। কুরুচিপূর্ণ কথাবার্তা, হুমকি দেওয়া... এদের বড় রকমের শাস্তি হওয়া উচিত। পুলিশের উপর আমাদের আস্থা রয়েছে। যে বা যারা এসব করছে, তাদের বিরুদ্ধে পুলিশ তাদের খুঁজে বের করে কঠোর পদক্ষেপ করবে, সেই আস্থা আমাদের রয়েছে।"
শিবপ্রসাদকে হুঁশিয়ারি, দেবের সঙ্গে একসঙ্গে সিনেমা রিলিজ করা হলে ‘দেবভক্তদের পাওয়ার’ কি জিনিস তা দেখিয়ে দেওয়া হবে। পালটা দিয়েছেন তাঁর স্ত্রী চিত্রনাট্যকার জিনিয়া সেন। ‘পুষ্পা’ স্টাইলেই লিখেছেন ‘ঝুঁকেগা নেহি!’ মঙ্গলবার দিনভর এই বিষয়ে সোশাল মিডিয়ায় উত্তপ্ত। ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বুধবার বেলায় ভবানী ভবনে দেখা যায় শিবপ্রসাদ-জিনিয়াকে। সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানানোর পর এবার রবীন্দ্র সরোবর থানায় এফআইআর দায়ের করলেন টলিপাড়ার তারকাদম্পতি। ঘটনার তীব্র নিন্দা করেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও। অভিনেত্রী সোশাল মিডিয়ায় লিখেছেন, 'নোংরামির একটা সীমা আছে। এই রেপ মেন্টালিটিকেও জাস্টিফাই করা হবে? তারকারা না হয় দাঁতে দাঁত চেপে ট্রোল সহ্য করে, কিন্তু ঘরের বউ, দিদি কাউকে একা ছাড়বে না?'
কথাতেই আছে, 'যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া-পড়শির ঘুম নেই!’ ‘খাদান’-এর প্রথম হল ভিজিটের পর দেব নিজে বলেছিলেন ‘বহুরূপী’ চব্বিশের বিগেস্ট হিট। আর এই সাফল্য ‘খাদান’কে সাহায্য করেছে দর্শককে বেঁধে রাখার ক্ষেত্রে। কিন্তু মঙ্গলবার আচমকা শিবপ্রসাদকে আক্রমণ করা শুরু করে দেবভক্তরা। পরিচালককে ট্যাগ করে একাধিক মন্তব্যের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন স্ত্রী জিনিয়া। তাতে লেখা, ‘দেবদার সাথে রিলিজ বন্ধ কর নাহলে তোর অবস্থা খারাপ করে দেব। দেব ফ্যান-পাওয়ার জানিস না কি জিনিস, ওয়ার্নিং দিচ্ছি শুধরে যা নাহলে আমরা দেব ফ্যানরা মিলে তোকে শুধরে দেব।’ অকথ্যভাষায় গালিগালাজও করা হয়েছে পরিচালক-অভিনেতাকে। এতেই জিনিয়ার জবাব, ‘ফ্যান ক্লাবের উপদ্রব এবং হুমকি সোশাল মিডিয়া লাইফের একটা অংশ। অন্তহীন ট্রোলিং, মুক্তির দিনে কাউন্টার ভোটিং আমাদের সিনেমাকে আটকাতে পারেনি, পারবেও না। যতই আইটি সেল আর রাজনৈতিক ক্ষমতার প্রতিযোগিতা থাক। ঠিক যেমনটা ‘পুষ্পা’ বলেছিল, হাম ঝুঁকেগা নেহি…।’ উল্লেখ্য, এত শোরগোল হলেও টলিউড সুপারস্টারের তরফে এখনও কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।