সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৩ সালে রাজ্য সরকারের তরফে প্রথম ‘মহানায়ক’ সম্মানে ভূষিত হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপর থেকে দেব, সোহম চক্রবর্তী, অঙ্কুশ হাজরা প্রতিবছর কোনও না কোনও তারকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেছেন। তবে বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে দীর্ঘ দু’ দশক পার করলেও ‘মহানায়ক’ সম্মানের তালিকা থেকে ব্রাত্য জিৎ। দর্শকদের কাছে টলিউড সুপারস্টার হলেও এযাবৎকাল রাজ্য সরকারের তরফে পুরস্কৃত হননি জিৎ। আর সেই প্রেক্ষিতেই ক্ষোভে ফুঁসছেন অনুরাগীরা।
প্রসঙ্গত, ২০০২ সালের ১৪ জুন, হরনাথ চক্রবর্তীর হাত ধরে টলিউডে ‘বিজয়’ চরিত্রে আত্মপ্রকাশ করেছিলেন জিৎ। সেই ‘সাথী’ বাংলা সিনে ইন্ডাস্ট্রির বক্সঅফিসে যে আজও অন্যতম মাইলফলক হিসেবে রয়ে গিয়েছে, তা বোধহয় অস্বীকার করার কোনও অবকাশ নেই। টানা ২৫ সপ্তাহ হাউজফুল শো উপহার দিয়েছিল ‘সাথী’। ফিল্মি কেরিয়ারের গোড়াতেই সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছিলেন জিৎ। কিন্তু সেই ‘সুপারহিট নায়কের’ নায়িকারা কোয়েল মল্লিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা ‘মহানায়ক’ সম্মানে ভূষিত হলেও বাদ গিয়েছেন জিৎ।
[আরও পড়ুন: ‘এককালে নকশাল, বামপন্থী ছিলাম’, বলছেন ‘স্বঘোষিত মোদিভক্ত’ বিবেক অগ্নিহোত্রী]
পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত তেইশের ‘মহানায়ক’ সম্মান ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক। ২৪ জুলাই, উত্তম কুমারের প্রয়াণ দিবসে একঝাঁক টলিউড তারকাকে ‘মহানায়ক’ সম্মানে ভূষিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় যেমন জিতের নায়িকা কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ হাজরাদের নাম রয়েছে, তেমনি পঞ্চায়েত নির্বাচন অশান্তি নিয়ে রাজ্যের শাসকদলকে কাঠগড়ায় তোলা অনির্বাণ ভট্টাচার্যও রয়েছেন। একুশের বিধানসভা ভোটে বিজেপিতে ক্ষণিকের রাজনৈতিক কেরিয়ার গড়া শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও পুরস্কৃত হয়েছেন। তবে এবারেও রাজ্য সরকারের পুরস্কৃতের তালিকা থেকে বাদ গেলেন টলিউড সুপারস্টার জিৎ।
আর সেই প্রেক্ষিতেই নেটদুনিয়ায় শোরগোলের অন্ত নেই! জিৎ অনুরাগীদের একাংশের প্রশ্ন, ‘কোনওরকম রাজনীতিতে নেই বলেই কি জিৎকে বাদ দেওয়া হল?’ কারও মন্তব্য়, ‘আসলে জিৎ তোষামদ করে চটি চাটতে পারেন না, তাই আজও মহানায়ক সম্মান পাননি’। অনেকেই আবার যিশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়দের নামোল্লেখ করেছেন, যেসমস্ত বাঙালি অভিনেতারা এখন মুম্বইতে দাপটের সঙ্গে কাজ করছেন। কেউ বা ঋত্বিক চক্রবর্তীর নামও নিলেন, যিনি একাধিকবার ছকভাঙা চরিত্রে ধরে দিয়েছেন। রাজ্য সরকারের উদ্দেশে তোপ দেগে তাঁরা প্রশ্ন ছুঁড়েছেন, এত অভিনেতা থাকতে তালিকায় এঁদের নাম নেই কেন?