shono
Advertisement

কৃষি আইন নিয়ে খোলা চিঠি নরেন্দ্র তোমারের, সমস্ত কৃষককে পড়ার আরজি মোদির

আট পাতার ওই চিঠিটি দেশের সব মানুষের কাছে পৌঁছনোর পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির!
Posted: 10:06 PM Dec 17, 2020Updated: 10:10 PM Dec 17, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া কৃষি আইনের বিরুদ্ধে শুরু বিক্ষোভ ২২ দিন পেরিয়েছে। এর মাঝেই নানা জল বয়ে গিয়েছে নয়াদিল্লির রাজপথে দিয়ে। কৃষকদের আন্দোলনের সমর্থন দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশও গর্জে উঠেছে মানুষ। কেন্দ্রের তরফে কৃষকদের বোঝানোর নানা চেষ্টা চললেও নিজেদের অবস্থানে এখনও অনড় রয়েছেন বিক্ষোভকারীরা। এর প্রভাব পড়েছে দেশের প্রতিটি প্রান্তে থাকা কৃষকদের মনের মধ্যেও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কৃষকদের উদ্দেশে খোলা চিঠি লিখলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। ওই চিঠিতে কিছু কৃষক সংগঠন নয়া কৃষি আইন নিয়ে ভুল বুঝিয়ে দেশের সমস্ত কৃষকদের বিপথে চালিত করতে চাইছে বলেও অভিযোগ করেছেন তিনি। এদিকে টুইট করে তাঁর এই চিঠি ভারতের সমস্ত কৃষককে পড়ার আরজি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (arendra Modi)।

Advertisement

হিন্দিতে লেখা আট পাতার ওই চিঠিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী উল্লেখ করেছেন, ‘দেশের কৃষিমন্ত্রী হিসেবে আমার উচিত প্রতিটি কৃষকের ভুল ধারণা ভেঙে তাঁদের চিন্তামুক্ত রাখা। তাই কেন্দ্র ও কৃষকদের মধ্যে বিভাজনের দেওয়াল তৈরি করার যে ষড়যন্ত্র চলছে তার পর্দা ফাঁস করা আমার কর্তব্য বলে মনে করি। কিছু মানুষ নতুন আইন নিয়ে মিথ্যে প্রচার চালাচ্ছে। কৃষকদের উত্তেজিত করার জন্য এমএসপি থাকবে না বলে প্রচার করছে। কিন্তু, এই খবর ভিত্তিহীন। কোনওভাবেই এই ধরনের গুজবে কান দেবেন না। কারণ কেন্দ্রীয় সরকার এবিষয়ে লিখিত আকারে প্রতিশ্রুতি দিতেও রাজি রয়েছে।’

[আরও পড়ুন: ISIS জঙ্গিদের হয়ে কাজ করার ফল, ৭ বছরের কারাদণ্ড তামিলনাড়ুর ইঞ্জিনিয়ারের]

নিজেকে কৃষকের সন্তান উল্লেখ করে নরেন্দ্র সিং তোমার (Narendra Singh Tomar) লিখেছেন, ‘আমি নিজে কৃষক পরিবারে জন্মেছি। কৃষি কাজের পরিবর্তন ও অসুবিধাগুলি দেখতে দেখতে বড় হয়েছি। আমি দেখেছি কীভাবে খরার সময় কৃষকরা কষ্ট পাচ্ছেন। আবার বৃষ্টির প্রাচুর্য্যে অঢেল ফসল ফলতে দেখে তাঁদের হাসতেও দেখেছি। এরাই আমার বড় হয়ে ওঠার অঙ্গ ছিল। কখন কখন মাঠ থেকে কাটা ফসল বিক্রি হতে সপ্তাহ খানেকেরও বেশি দেরি হওয়ার ফলে কী অসুবিধা হতে পারে তাও চোখে পড়েছে আমার। আর সেগুলোরই প্রভাব পড়েছে নয়া কৃষি আইনে। যেখানে পুরো বিষয়টাই কৃষকদের লাভের কথা ভেবে করা হয়েছে। কিন্তু, কৃষক সংগঠন ভুল বুঝিয়ে মানুষকে বিপথে চালনা করছে। তাদের আমরা তাড়িয়ে ছাড়ব।’

এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন,’ কৃষিমন্ত্রী জি চিঠি লিখে কৃষক ভাই-বোনেদের কাছে নিজের ভাবনা জানিয়েছেন। সবাইকে সত্যি বোঝানোর চেষ্টা করেছেন। সমস্ত অন্নদাতার কাছে এই চিঠি পড়ার অনুরোধ জানাচ্ছি। দেশবাসীর কাছেও অনুরোধ যে চিঠিটা তাঁরা যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দিন।’

[আরও পড়ুন: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, রিপোর্ট চাইল মহিলা কমিশন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement