shono
Advertisement

ঘুষকাণ্ডে সিবিআইয়ের জালে আটক আয়কর বিভাগের উচ্চপদস্থ আধিকারিক

এছাড়া আরও পাঁচ জনকে আটক করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ The post ঘুষকাণ্ডে সিবিআইয়ের জালে আটক আয়কর বিভাগের উচ্চপদস্থ আধিকারিক appeared first on Sangbad Pratidin.
Posted: 04:32 PM May 03, 2017Updated: 11:02 AM May 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঘুষকাণ্ডে জড়াল আয়কর বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিকের নাম। বুধবার সিবিআইয়ের জালে ধরা পড়লেন তিনি৷ বুধবার আয়কর বিভাগের কমিশনার বি বি রাজেন্দ্র প্রসাদ-সহ আরও পাঁচজনকে গ্রেফতার করেছে সিবিআই৷ তাদের বিরুদ্ধে অভিযোগ, একটি বৃহত্‍ বাণিজ্যিক সংস্থার থেকে ১৯ লক্ষ টাকা ঘুষ নিয়ে তাদের কাজ করিয়ে দিয়েছেন। রাজেন্দ্র প্রসাদ-সহ ওই পাঁচজনের নামেই একই অভিযোগ রয়েছে৷ সূত্রের খবর, রাজেন্দ্র প্রসাদের অধীনে কাজ করতেন ওই পাঁচজন৷

Advertisement

[‘সন্ত্রাস আর খেলা একসঙ্গে চলতে পারে না’]

ঘুষকাণ্ডের খবর পাওয়া মাত্রই তদন্ত শুরু করে সিবিআই৷ তবে কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়ে কেউটে৷ এমনকী তদন্তের সময়ে তাঁদের থেকে নগদে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ সিবিআই সূত্রে জানান হয়েছে, রাজেন্দ্র এবং অন্য একজনকে বিশাখাপত্তনম থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ বাকি চারজনকে মুম্বইয়ে আটক করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে৷

[রেলের খাবারে চরম দুর্নীতি, এক কেজি দইয়ের দাম ৯৭২০ টাকা]

জানা গিয়েছে, রাজেন্দ্র প্রসাদের নির্দেশে তাঁর অধীনে কর্মরত ব্যক্তিরা মাঝে মধ্যেই বিভিন্ন সংস্থা থেকে এরকম ঘুষ নিতেন৷ তিনি নিজে জড়িত ছিলেন অন্যান্য বেআইনি কাজের সঙ্গে৷ পুলিশের অনুমান, কর ফাঁকির শাস্তির হাত থেকে মুক্ত করতেও অনেকের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন তিনি৷

[ভাঙা গোড়ালিতে তেল মালিশ মায়ের, মৃত্যু যুবকের]

The post ঘুষকাণ্ডে সিবিআইয়ের জালে আটক আয়কর বিভাগের উচ্চপদস্থ আধিকারিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement