Advertisement
পুরুলিয়ায় ভিড় টানছেন নেপাল মাহাতো, বিরোধী ভোট ভাগ হবে না তো? আশঙ্কায় বিজেপি
সিপিএম-কংগ্রেসের এমন মহামিছিল এই জেলা শেষ কবে দেখেছিল তা মনে করতে পারছেন না পুরুলিয়াবাসী।
বিজেপি, তৃণমূলের বিকল্প খুঁজছে পুরুলিয়া? শনিবার বিকেলে কংগ্রেস-সিপিএমের যৌথ মিছিলে 'জনসমুদ্র' এই প্রশ্নই তুলে দিল পুরুলিয়া কেন্দ্রে। সিপিএম-কংগ্রেসের এমন 'মহা-মিছিল' এই জেলা শেষ কবে দেখেছিল তা মনে করতে পারছেন না পুরুলিয়াবাসী।
পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এবার চতুর্মুখী লড়াই। বিজেপি, তৃণমূল, কংগ্রেসের সঙ্গে লড়াইতে রয়েছেন কুড়মি প্রার্থী অজিতপ্রসাদ মাহাতো। তাঁর প্রচারেও চোখে পড়ছে উপচে পড়া ভিড়।
নির্বাচনী প্রচারে বাম-কংগ্রেস জোট ও কুর্মিদের দাপট দেখে রাজনৈতিক মহলের অনুমান, ভাগ হতে চলেছে বিরোধী ভোট। যা সমস্যায় ফেলতে পারে গতবারের জয়ী প্রার্থী বিজেপিকে।
এই কেন্দ্রে জোর কদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল ও বিজেপি প্রার্থী। তবে সবাইকে ছাপিয়ে বাড়তি নজর টানছেন জোটের প্রার্থী নেপাল।
Published By: Amit Kumar DasPosted: 11:47 PM Apr 27, 2024Updated: 11:51 PM Apr 27, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
