shono
Advertisement

Breaking News

মাথার দাম কোটি টাকা, প্রয়াত ‘দণ্ডকারণ্যের কসাই’

'সালবা জুদুম' কারিগর মহেন্দ্র কর্মা হত্যায় জড়িত ছিল ওই মাওবাদী নেতা।
Posted: 05:38 PM Jun 05, 2023Updated: 05:39 PM Jun 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত কুখ্যাত মাওবাদী নেতা কাটাকম সুদর্শন ওরফে আনন্দ। এক বিবৃতিতে ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, শারীরিক অসুস্থতার জন্য মৃত্যু হয়েছে তার। কংগ্রেস নেতা মহেন্দ্র কর্মা হত্যা-সহ নিরাপত্তারক্ষীদের উপর একাধিক হামলায় হাত ছিল সুদর্শনের। তাকে বাগে পেতে এক কোটি টাকার ইনাম ঘোষণা করেছিল সরকার।

Advertisement

নিষিদ্ধ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মাওবাদী)-র সেন্ট্রাল কমিটির সদস্য ছিল কাটাকম সুদর্শন ওরফে আনন্দ। ছত্তিশগড় ও আশপাশের ‘রেড বেল্ট’ বা মাও প্রভাবিত এলাকায় তার গতিবিধি ছিল অবাধ। কোটি টাকার পুরস্কার ঘোষণা করেও তাকে বাগে আনা সম্ভব হয়নি। পাঁকাল মাছের মতোই বহুবার নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিতে সক্ষম হয়েছে পলিটবুরোর ওই সদস্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এহেন মাওবাদী নেতা কাটাকম সুদর্শনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। মাওবাদীদের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ৩১ মে দণ্ডকারণ্যের গভীরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সুদর্শনের। এবার সেই জল্পনায় সিলমোহর দিল পুলিশ।

সূত্রের খবর, কয়েক বছর ধরেই নান শারীরিক সমস্যায় ভুগছিল সুদর্শন। বিশেষ করে শ্বাসকষ্টজনিত সমস্যায় কাহিল হয়ে পড়েছিল সে। তবে নিরাপত্তা সংস্থাগুলির কড়া নজরদারির জন্য শহরে আসতে পারছিল না সুদর্শন।     

[আরও পড়ুন: চলন্ত বাসে হস্তমৈথুন: জেলমুক্তির পর অভিযুক্তকে মালা পরিয়ে সংবর্ধনা মেনস অ্যাসোসিয়েশনের!]

বলে রাখা ভাল, ২৫ মার্চ, ২০১৩-তে ছত্তিশগড়ের সুকমায় কংগ্রেস নেতা তথা ‘সালবা জুদুমের’ কারিগর মহেন্দ্র কর্মা-সহ ৩২ জনকে হত্যা করে মাওবাদীরা। গোয়েন্দা সংস্থাগুলি দাবি করে, দারভা ভ্যালিতে কংগ্রেস নেতাকর্মীদের কনভয় অ্যামবুশের নেতৃত্বে ছিল গেরিলা বাহিনীর নেতা কাটাকম সুদর্শন। আত্মসমর্ণ করলেও কংগ্রেস কর্মী ও তাঁদের নিরাপত্তারক্ষীদের হত্যা করে মাওবাদীরা। এছাড়া. ২০১০ সালে দান্তেওয়াড়া হামলাতেও হাত ছিল তার। ওই আক্রমণে লাল সন্ত্রাসের বলি হয়েছিলেন ৭৪ জন সিআরপিএফ জওয়ান।তারপর থেকেই ‘দণ্ডকারণ্যের কসাই’ তকমা পায় সুদর্শন। 

[আরও পড়ুন: ‘আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করেছিলাম’, করমণ্ডল দুর্ঘটনা প্রসঙ্গে সরব প্রাক্তন রেলমন্ত্রী নীতীশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement