সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনুষ্ঠানিকভাবে অলিম্পিক শুরু হওয়ার আগেই ফের চোখ রাঙাচ্ছে করোনা। মঙ্গলবার এক অ্যাথলিটের কোভিড আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। বুধবার জানা গেল, সেই অ্যাথলিটের সতীর্থ আরও তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে মোট পাঁচজনের দেহে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। আপাতত সকলকেই আইসোলেশনে রাখা হয়েছে বলে খবর।
সোমবার জানা যায়, অস্ট্রেলিয়ার (Australia) ওয়াটার পোলো মহিলা দলের এক ক্রীড়াবিদ করোনায় আক্রান্ত হয়েছেন। সেদিনই ওই দলের আরও এক সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ আসে। অজিদের অলিম্পিক দলের প্রধান আনা মিয়ার্স এই খবর জানা। যদিও সেই ক্রীড়াবিদদের নাম প্রকাশ্যে আনা হয়নি। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। দলের বাকি খেলোয়াড়দেরও কোভিড পরীক্ষা শুরু হয়। তবে এই ঘটনার জন্য প্র্যাকটিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজেমেন্ট।
[আরও পড়ুন: অলিম্পিকে মহিলা অ্যাথলিটদের অনুশীলনে নজরদারি ড্রোনের! নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন]
পরদিনই জানা যায়, ওয়াটার পোলো দলের আরও তিন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তবে শারীরিক কোনও সমস্যা নেই তিন অ্যাথলিটদের। মাস্ক পরে অন্যদের সঙ্গে অনুশীলনে যোগ দিচ্ছেন তাঁরা। অনুশীলন শেষ হয়ে গেলে তাঁদের আইসোলেশনে রাখা হচ্ছে। মিয়ার্স জানান, দলের সকল সদস্যের কোভিড পরীক্ষা করানো হয়েছে। তবে বাকিরা সকলেই সুস্থ রয়েছেন। মিয়ার্সের দাবি, কোভিড আক্রান্তরা সকলেই করোনা বিধি মেনে চলছেন।
তবে অস্ট্রেলিয়ার সব ক্রীড়াবিদকেই সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরার মতো বিষয়গুলিকে মানতে বলা হয়েছে। ওই ক্রীড়াবিদরা শেষ পর্যন্ত অলিম্পিকে (Paris Olympics 2024) নামবেন কিনা, সেটা মেডিক্যাল অফিসার নির্দেশ দিলেই জানা যাবে। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ফ্রেডেরিক ভালেতো আশ্বস্ত করে জানিয়েছেন, “কোভিড ধরা পড়েছে ঠিকই। তবে আমরা ২০২০, ২০২১ বা ২০২২-এ দাঁড়িয়ে নেই। ঝুঁকি এড়াতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। চিন্তার কিছু নেই।” তবে করোনা নিয়ে ভয় বাড়ছে অ্যাথলিটদের মধ্যে।