shono
Advertisement

কাশ্মীরে নৌকাডুবি, প্রাণ বাজি রেখে পর্যটকদের বাঁচালেন গাইড

সাহসিকতার জন্য নিহত গাইডকে পুরস্কৃত করার ভাবনাচিন্তা চলছে৷ The post কাশ্মীরে নৌকাডুবি, প্রাণ বাজি রেখে পর্যটকদের বাঁচালেন গাইড appeared first on Sangbad Pratidin.
Posted: 08:06 PM Jun 01, 2019Updated: 08:06 PM Jun 01, 2019

মাসুদ আহমেদ, শ্রীনগর: অচেনা কোনও জায়গায় বেড়াতে গেলে গাইডের উপরেই ভরসা রাখেন সকলেই৷ তার উপর আবার যদি তা হয় সন্ত্রাস কবলিত জম্মু-কাশ্মীর৷ তাহলে তো আর কোনও কথাই নেই৷ প্রতিকূল পরিস্থিতিতে তিনি শুধু পথপ্রদর্শকই নন, হয়ে ওঠেন ভগবানের প্রতিরূপ৷ তবে এ যে শুধু মুখের কথা নয়, তাই যেন প্রমাণ করলেন জম্মু-কাশ্মীরের এক গাইড৷ পহেলগাঁওয়ের লিদার নদীতে নৌকাডুবির কবল থেকে পাঁচজন পর্যটকের প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যু হল রাউফ আহমেদ দার নামে এক গাইডের৷

Advertisement

[ আরও পড়ুন: রাহুল নন, ফের কংগ্রেস সংসদীয় দলের নেত্রী নির্বাচিত হলেন সোনিয়া গান্ধী]

উপত্যকায় বেড়াতে যাওয়া বেশিরভাগ পর্যটকই পহেলগাঁওয়ের লিদার নদীতে যান৷ শুক্রবার পাঁচজন পর্যটক ওই নদীতে নৌকা চড়ছিলেন৷ নৌকায় দুজন বিদেশি পর্যটকও ছিলেন৷ আচমকাই বইতে থাকে ঝোড়ো হাওয়া৷ উথালপাথাল নদীতে নৌকা প্রায় ডুবুডুবু অবস্থা৷ মাঝি প্রাণপণে চেষ্টা করছেন পরিস্থিতি সামাল দেওয়ার৷ কিন্তু শেষরক্ষা হল না৷ মাঝনদীতে নৌকা গেল উলটে৷ নৌকা ডুবে যাওয়ার পর মাঝি কোনওক্রমে বেঁচে যান৷ তবে গাইড পর্যটকদের বিপদের মুখে ফেলে রেখে পালিয়ে যাওয়ার পক্ষপাতী নন৷ কোনও কিছু ভাবেননি তিনি৷ সোজা ঝাঁপ দিলেন নদীতে৷ প্রবল হাওয়ার মাঝে বহু কষ্ট করে মাঝনদী থেকে পাঁচজন পর্যটককে উদ্ধার করেন গাইড৷ তাঁদের মধ্যে ছিলেন দুজন বিদেশি পর্যটকও৷

[ আরও পড়ুন: মনে পড়বে সুষমা স্বরাজকে, প্রাক্তন বিদেশমন্ত্রীর টুইটার ভাসল আবেগময় বার্তায়]

পাঁচজনকে নদী থেকে উদ্ধার করতে করতে ক্লান্ত হয়ে পড়েন গাইড৷ জীবনীশক্তিও প্রায় হারিয়ে যায় তাঁর৷ নদীর পাড়ে ওঠার পর পর্যটকরাও অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েন৷ তাই গাইডকে সাহায্যর জন্য এগিয়ে আসেননি কেউই৷ মাঝনদীতে ছটফট করতে করতে তলিয়ে যান গাইড রাউফ আহমেদ দার৷ খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকে৷ তবে অন্ধকারের জেরে উদ্ধারে বাধা পান কর্মীরা৷ শনিবার সকালে উদ্ধার হয় ওই গাইডের দেহ৷ তাঁর দেহ ময়নাতদন্তের পরই পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ সাহসিকতার জন্য গাইড রাউফ আহমেদ দারকে পুরস্কৃত করার কথা সুপারিশ করেছেন অনন্তনাগের ডেপুটি কমিশনার৷

The post কাশ্মীরে নৌকাডুবি, প্রাণ বাজি রেখে পর্যটকদের বাঁচালেন গাইড appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement