shono
Advertisement

মোবাইলে ব্যালেন্স থাকলে পরিষেবা বন্ধ করা যাবে না, নির্দেশ ট্রাইয়ের

নির্দেশ না মানলে জরিমানা নেবে ট্রাই৷ The post মোবাইলে ব্যালেন্স থাকলে পরিষেবা বন্ধ করা যাবে না, নির্দেশ ট্রাইয়ের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:10 PM Nov 30, 2018Updated: 01:10 PM Nov 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রি-পেড অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে মোবাইল পরিষেবা বন্ধ করা যাবে না বলে টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিল ট্রাই৷ সম্প্রতি, টেলিকম সংস্থাগুলির বিরুদ্ধে পরিষেবা চালু রাখতে গেলে বাধ্যতামূলকভাবে গ্রাহকদের মান্থলি রিচার্জ প্ল্যান চাপিয়ে দেওয়ার অভিযোগ ওঠে৷ গ্রাহকদের এই হয়রানি প্রসঙ্গে ট্রাইয়ের চেয়ারম্যান আরএস শর্মা সংবাদমাধ্যমে জানান, অনেক গ্রাহক অভিযোগ করেছেন, প্রি-পেড অ্যাকাউন্টে যথেষ্ট ব্যালেন্স থাকা সত্ত্বেও সার্ভিস প্রোভাইডাররা বার বার মেসেজ পাঠাচ্ছে৷ মান্থলি রিচার্জের জন্য বাধ্য করানো হচ্ছে৷ 

Advertisement

[ভারতে সাইট বন্ধ হওয়ায় কমছে ব্যবসা, কেন্দ্রকে তোপ পর্নহাব কর্তার]

বাজারে এই মুহূর্তে মোবাইল সার্ভিস প্রোভাইডারের সংখ্যা হাতে গোনা৷ রিলায়েন্স  জিও’র সঙ্গে টেক্কা দিতে গিয়ে বড়সড় ক্ষতির মুখে পড়তে হয়েছে প্রায় বেশিরভাগ টেলিকম সংস্থাকেই৷ অভিযোগ, লোকসান মেটাতে গ্রাহকদের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে দেশের একাধিক মোবাইল সার্ভিস প্রোভাইডারা৷ ফলে, সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ গ্রাহকদের৷ ট্রাই চাইছে, পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোনও অস্বচ্ছতা যেন না থাকে৷ এমনকি, প্রি-পেড অ্যাকাউন্টে যথেষ্ট ব্যালেন্স থাকলে, যাতে গ্রাহকদের হয়রানির শিকার না হতে হয়, সে বিষয়েও লক্ষ্য রাখতে বলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ‌ট্রাই৷

[১০০ টাকার মধ্যে আকর্ষণীয় প্ল্যান এয়ারটেল-ভোডাফোন-জিওর]

ট্রাইয়ের চেয়ারম্যান আরএস শর্মা সংবাদ মাধ্যমে বলেন, ‘‘কোন সংস্থার কী রিচার্জ প্ল্যানে হবে, সে বিষয়ে হস্তক্ষেপ করে না ট্রাই৷ তবে, কোনও গ্রাহকের ফোনের পর্যাপ্ত ব্যালেন্স, অথচ পরিষেবা চালু রাখতে নতুন করে মান্থলি রিচার্জ প্ল্যান চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেটা কখনই সঠিক সিদ্ধান্ত নয়৷’’ মোবাইল সংস্থাগুলির নয়া নির্দেশ কার্যকর হতেই চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন ট্রাইয়ের চেয়ারম্যান আরএস৷ ট্রাইয়ের তরফে সাফ নিয়ে দেওয়া হয়, প্রি-পেড অ্যাকাউন্টে যথেষ্ট ব্যালেন্স থাকা গ্রাহকদের পরিষেবা কোনও ভাবেই বিচ্ছিন্ন করা যাবে না৷ নির্দেশ না মানলে সংশ্লিষ্ট সংস্থাকে মোটা অঙ্কের জরিমানা করা হবে বলেও জানিয়েছেন তিনি৷

The post মোবাইলে ব্যালেন্স থাকলে পরিষেবা বন্ধ করা যাবে না, নির্দেশ ট্রাইয়ের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement