shono
Advertisement

Breaking News

এবার ক্যাশলেস লেনদেনের জন্য ফ্রি ইন্টারনেট

ক্যাশলেস ইকোনমির পথে নয়া উদ্যোগ ট্রাইয়ের৷ The post এবার ক্যাশলেস লেনদেনের জন্য ফ্রি ইন্টারনেট appeared first on Sangbad Pratidin.
Posted: 03:10 AM Dec 20, 2016Updated: 09:44 PM Dec 19, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশকে লেস-ক্যাশে পরিণত করতে উদ্যোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই উদ্যোগকে সফল করার জন্য সরকারকে এক নয়া সুপারিশ দিতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)৷ গ্রামাঞ্চলের মানুষও যাতে নগদ লেনদেনের পথে না হেঁটে ক্যাশলেস ইকোনমির দিকে ঝোঁকে, তার জন্য সরকারকে বিনামূল্যে ইন্টারনেট ডেটা দেওয়ার ব্যবস্থা করার দাবি জানাচ্ছে ট্রাই৷

Advertisement

ট্রাইয়ের তরফে জানানো হয়েছে, এই ফ্রি ইন্টারনেট ডেটা দেওয়ার জন্য খরচ করা হবে ইউনিভারসাল সার্ভিস ওবলিগেশন ফান্ড থেকে৷ গ্রামাঞ্চলের মানুষকে আরও ডিজিটাল করে তুলতেই এই প্রস্তাব দিচ্ছে ট্রাই৷ গ্রামাঞ্চলে আম আদমি মোবাইলে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে এখনও তেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন না৷ যার অন্যতম কারণ অবশ্যই খরচ৷ ফলে লেনদেনের জন্য নগদেই ভরসা রাখেন তাঁরা৷ সেই সমস্যা মেটাতেই সরকারের দ্বারস্থ হচ্ছে ট্রাই৷ প্রতি মাসে যদি অন্তত ১০০ এমবি করে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়া যায়, সেক্ষেত্রে গ্রামেও ক্যাশলেস ইকোনমি ফলপ্রসু হতে পারে বলে দাবি ট্রাইয়ের৷ তাদের তরফে জানানো হয়েছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ইন্টারনেট পরিষেবা সংস্থাগুলিকে টেলিকম বিভাগের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে হবে৷ এখন দেখার সরকার ট্রাইয়ের প্রস্তাবে সম্মতি দেয় কি না৷

The post এবার ক্যাশলেস লেনদেনের জন্য ফ্রি ইন্টারনেট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement