সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রধানমন্ত্রী তখন মনমোহন সিং৷ দ্বিতীয়বার দিল্লির মসনদে আসার পর নানা প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে৷ দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি একেবারেই নীরব৷ এ নিয়ে বারবার বিরোধীদের সমালোচনার শিকার হতে হয়েছে তাঁকে৷ বিরোধীরা বারবার অভিযোগ করে, তিনি নন বকলমে কংগ্রেস সভানেত্রী সোনিয়াই নাকি দেশ চালাচ্ছেন৷ বিষয়টি নিয়ে আরও জলঘোলা হয় প্রধানমন্ত্রীর তৎকালীন মিডিয়া উপদেষ্টা ও মুখপাত্র সঞ্জয় বাড়ুর প্রকাশিত ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ বই ঘিরে৷ এবার সেই বইয়ে লেখা তথ্যের ভিত্তিতে তৈরি হওয়া ছবিটির ট্রেলার মুক্তি পেল৷ যা নিয়ে ইতিমধ্যেই পড়ে গিয়েছে শোরগোল৷
[পর্দায় ঠাকরেকে জীবন্ত করে তুললেন নওয়াজ, ট্রেলার মুক্তির দিনই শুরু বিতর্ক]
সঞ্জয় রত্নাকর গুটে পরিচালিত ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিতে প্রতিটি চরিত্র যেন নিঁখুতভাবে ফুটে উঠেছে৷ ছবির ট্রেলারে রয়েছে বিতর্ক উসকে দেওয়ার মতো একাধিক দৃশ্য৷ বিশেষত শেষ দৃশ্যে সোনিয়া ও মনমোহনের কথোপকথন যথেষ্টই সাড়া জাগিয়েছে৷ সঞ্জয় বাড়ুর যে বই নিয়ে দিল্লির রাজনীতিতে শুরু হয়েছিল চর্চা, সেই বইটির মূল বক্তব্যই ছিল মনমোহন সিংয়ের অসহায়তা৷ক্ষমতার অলিন্দে থেকেও নাকি সোনিয়া গান্ধীর হাতের পুতুল ছিলেন মনমোহন সিং, এমনই জানানো হয়েছিল বইটিতে৷তবে, সেই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশের প্রতি দায়িত্ববোধ এবং প্রধানমন্ত্রী পদের প্রতি দায়বদ্ধতাও ফুটিয়ে তোলা হয়েছে। দল এবং প্রধানমন্ত্রিত্বের মাঝখানে সমন্বয় ঘটাতে গিয়ে কীভাবে প্রতি পদে সমস্যায় পড়তে হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে, তাও বর্ণনা করে হয়েছে ওই বইটিতে। এবার সেই সব ঘটনাই উঠে আসছে সিনেমার পর্দায়৷ রিলের মনমোহন সিং থেকে সোনিয়া গান্ধি সব যেন একেবারেই রিয়াল!
[ফের সমালোচনার মুখে ‘ঠাকরে’-র ট্রেলার, তোপ দাগলেন সিদ্ধার্থ]
মনমোহন সিং-এর চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের৷ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন তিনি৷ বহু বছর পর আবারও অভিনয় জগতে ফিরেছেন অক্ষয় খান্না৷ সঞ্জয় বাড়ুর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে৷ সোনিয়ার চরিত্রে সুজান৷ আগামী ১১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবিটি৷ সামনেই লোকসভা নির্বাচন৷ তার আগে এই ছবি নতুন করে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করতে পারে বলে ধারণা রাজনৈতিক মহলের।যার সরাসরি প্রভাব পড়তে পারে লোকসভা নির্বাচনে। ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ জাতীয় রাজনীতির আঙিনায় কতটা আঁচড় কাটতে পারে সেটাই এখন দেখার৷
[প্রথমবার একই ছবিতে বাবা-মেয়ে, সাহসী বিষয় নিয়ে ডেবিউ পরিচালক শেলির]
The post ট্রেলারে অনবদ্য ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’, মনমোহনের ভূমিকায় নিখুঁত অনুপম appeared first on Sangbad Pratidin.