shono
Advertisement

নেতানেত্রীর গলা নকল করে ট্রেনে ফেরি, হকারকে গ্রেপ্তার করল আরপিএফ

ধৃত হকারকে ৩৫০০ টাকা জরিমানাও করা হয়েছে৷ The post নেতানেত্রীর গলা নকল করে ট্রেনে ফেরি, হকারকে গ্রেপ্তার করল আরপিএফ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:37 PM Jun 02, 2019Updated: 04:03 PM Jun 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতিকদের গলা নকল করে বক্তৃতা দিতে দিতে ট্রেনে ফেরি করে বেড়াতেন তিনি৷ সেই ‘অপরাধে’ এক খেলনা বিক্রেতাকে অভদেশ দুবে নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সুরাটের আরপিএফ৷ যদিও এই অভিযোগে দুবেকে গ্রেপ্তার করা হয়েছে তা মানতে নারাজ আধিকারিকরা৷ পরিবর্তে আরপিএফের দাবি, অবৈধভাবে ট্রেনে হকারি করার জন্যই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে৷

Advertisement

[ আরও পড়ুন: মিমি-নুসরতের পোশাক নিয়ে খোঁচা, সোশ্যাল মিডিয়ায় সমালোচিত সাংবাদিক]

ছ’মিনিটের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ যাতে দেখা গিয়েছে, ওই হকার নরেন্দ্র মোদি, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো রাজনীতিকদের কথাবার্তার ধরন নকল করছেন৷ ওই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে হকারের গ্রহণযোগ্যতা বাড়তে শুরু করে৷ জিনিস না কিনলেও তাঁকে ঘিরে ধরে রাজনীতিকদের নকল করা বিভিন্ন কথাবার্তা শুনতে থাকেন যাত্রীরা৷

এনিয়ে তাঁর জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখনই আচমকা গ্রেপ্তার করা হয় ওই হকারকে৷ অনেকেরই দাবি, রাজনৈতিক নেতামন্ত্রীদের নকল করার জন্যই গ্রেপ্তার করা হয়েছে তাকে৷ যদিও আরপিএফ তা মানতে নারাজ৷ তাদের পালটা দাবি, ধৃত দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ট্রেনে খেলনা বিক্রি করতেন৷ তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৪, ১৪৫ বি এবংট ১৪৭ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে৷ আপাতত ১০দিনের পুলিশ হেফাজতে রয়েছে দুবে৷ এছাড়াও ৩৫০০ টাকা জরিমানাও করা হয়েছে তার৷

[ আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক, প্রথম দিনেই ‘মিশন কাশ্মীর’ অমিত শাহর]

বারাণসীর বাসিন্দা দুবে বছর দুয়েক ধরে সুরাটের বিভিন্ন প্রান্তে ট্রেনে ঘুরে ঘুরে হকারি করতেন৷ রাজনীতিকদের গলা এবং তাঁদের কথা বলার ধরন নকল করে বিক্রিবাটার জেরে বেশ জনপ্রিয়তাও অর্জন করেন৷  এর আগেও একাধিকবার রাজনীতিকদের নকল করার অভিযোগ উঠেছে৷ সম্প্রতি সুপার ইম্পোজ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল হাওড়ায় বিজেপির এক যুব মোর্চার নেত্রীর বিরুদ্ধে৷ প্রিয়াঙ্কা শর্মা নামে ওই নেত্রীকে গ্রেপ্তার করে পুলিশ৷ পরে আদালত তাঁকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়৷ সুরাটে রাজনৈতিক নেতানেত্রীদের কণ্ঠস্বর নকল করা হকারকে গ্রেপ্তারিতে সেই ঘটনারই ছায়া দেখছেন অনেকে৷

The post নেতানেত্রীর গলা নকল করে ট্রেনে ফেরি, হকারকে গ্রেপ্তার করল আরপিএফ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement