shono
Advertisement

Breaking News

ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদহ মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল

জোড়া বিপর্যয়ে অস্বস্তির রেল যাত্রা৷ The post ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদহ মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল appeared first on Sangbad Pratidin.
Posted: 08:11 PM Sep 07, 2018Updated: 08:15 PM Sep 07, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি৷ সন্ধ্যায় ভরা অফিস টাইমে শিয়ালদহ মেন শাখায় বন্ধ ট্রেন চলাচল৷  শুক্রবার সন্ধ্যায় আচমকাই দমদম ও বিধাননগর স্টেশনে মাঝে ছিঁড়ে যায় ওভারহেড তার৷ শেষ খবর অনুযায়ী, ডাউন লাইনে বিভিন্ন স্টেশনে দাড়িয়ে একাধিক লোকাল ট্রেন৷ ব্যাহত আপ লাইনে ট্রেন চলাচল৷ দুর্ভোগের একশেষ অফিসফেরত নিত্যযাত্রীদের৷ ঘটনার প্রভাব পড়েছে বনগাঁ ও হাসনাবাদ শাখায়ও৷

Advertisement

[হাওড়া স্টেশনে আগুন, গাফিলতি ঢাকতে রাতারাতি পিলারে রং]

রেল সূত্রে খবর, দমদম জংশন ও বিধাননগরের মাঝে ডাউন লাইনে ওভারহেড তার ছিঁড়ে শিয়ালদহ মেইন, বনগাঁ ও হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল কার্যত বন্ধ৷ বাতিল করা হয়েছে একাধিক ট্রেন৷ শিয়ালদহ স্টেশনে ঢুকতে পারছে না লোকাল ট্রেন৷ ফলে আপ ট্রেনের উপর প্রভাব পড়ছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় ওভারহেড তার  মেরামতির কাজ  চলছে৷

এমনিতেই ইছাপুর থেকে বারাকপুর স্টেশন পর্যন্ত  সিগন্যালিং সিস্টেমের সংস্কারের জন্য  শুক্রবার থেকেই ১৫৮টি লোকাল ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ৷ আগামী চারদিন ধরেই চলবে সিগন্যালিংয়ের মেরামতির কাজ৷ ফলে  নিত্যযাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে৷

[নবান্নে বসেই চাকরি দেওয়ার নামে ঘুষ চেয়ে ফোন! গ্রেপ্তার ২]

অফিস টাইম তো বটেই, এছাড়াও দিনের যেকোনও সময়েই শিয়ালদহ মেন শাখার ট্রেনে সাধারণত বাদুড়ঝোলা হয়েই যাতায়াত করতে হয় যাত্রীদের৷ রোজই এই সমস্যায় জেরবার হন আমজনতা৷ তারউপর ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় শিয়ালদহ, উল্টোডাঙা ও দমদম স্টেশনে যাত্রীদের ভিড় উপচে পড়তে শুরু করেছে৷ পরিস্থিতি যা, তাতে যাত্রীদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা না হলে ভিড় সামলানো যাবে না বলে মনে করা হচ্ছে৷   

জানা গিয়েছে, আগামী চারদিন শিয়ালদহ মেন শাখায় বাতিল থাকছে ১৫৮টি লোকাল ট্রেন৷ রেলের তরফে জানানো হয়েছে, ইছাপুর থেকে বারাকপুরের মাঝে এখনও পর্যন্ত স্বয়ংক্রিয় সিগন্যালিংয়ের ব্যবস্থা ছিল না৷ এবার ওই অংশেও স্বয়ংক্রিয় সিগন্যালিংয়ের কাজ শুরু হয়েছে৷ আগামী চারদিন ধরে চলবে এই কাজ৷ যার জেরে শিয়ালদহ মেন শাখায় ১৫৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে৷ তবে ট্রেন বাতিলের জেরে যাত্রীদের ভোগান্তি যে হবে, সেকথা স্বীকার করে নিয়েছে রেল কর্তৃপক্ষ৷ বৃহস্পতিবার থেকেই বিভিন্ন স্টেশনে স্টেশনে রেলের তরফে ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়৷ এ বিষয়ে যাত্রীদের সহযোগিতা করারও আবেদন জানায় রেল কর্তৃপক্ষ৷  

The post ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদহ মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement