shono
Advertisement

ব্রিজ ভাঙার জের, ঘুরপথে চলছে দক্ষিণ শাখার একাধিক লোকাল ট্রেন

বিপর্যস্ত বালিগঞ্জ-বজবজ রুটের ট্রেন চলাচল৷ The post ব্রিজ ভাঙার জের, ঘুরপথে চলছে দক্ষিণ শাখার একাধিক লোকাল ট্রেন appeared first on Sangbad Pratidin.
Posted: 11:30 AM Sep 05, 2018Updated: 11:30 AM Sep 05, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝেরহাট উড়ালপুল বিপর্যয়ের জেরে এখনও ব্যাহত রেল চলাচল৷ দুর্ঘটনা এড়াতে  মাঝেরহাট স্টেশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ ঘুর পথে চালানো হচ্ছে একাধিক লোকাল ট্রেন৷ ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় রেলের একটি সিগন্যাল পোস্টের ক্ষতি হওয়ায় চলছে সংস্কারের কাজ৷  

Advertisement

[‘এখনও বিশ্বাস হচ্ছে না বেঁচে আছি’]

পূর্ব রেল সূত্রে খবর, একবার ব্রিজের একাংশ ভেঙে পড়ায় আশপাশের অংশে দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ ফলে, ঝুঁকি নিয়ে ট্রেন চালাতে নারাজ রেল কর্তৃপক্ষ৷ ফলে, মাঝেরহাট স্টেশন এড়িয়ে ট্রেন চলাচলের উপর গুরুত্ব বাড়ানো হয়েছে৷ বুধবার সকালে মাঝেরহাটগামী সমস্ত লোকাল ট্রেনের গতিপথ নিয়ন্ত্রিত করা হয়েছে৷ বনগাঁ-মাঝেরহাট রুটের ট্রেনগুলিকে ভায়া কাঁকুরগাছি হয়ে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে৷ মেন লাইনের নৈহাটি-বজবজের রুটে একইভাবে যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে খবর৷ জানা গিয়েছে, শিয়ালদহ-নিউ আলিপুর ও মাঝেরহাট-বজবজের মধ্যে ট্রেন চালানো শুরু হয়েছে৷ বালিগঞ্জ-দত্তপুকুর লোকাল, বালিগঞ্জ-কাঁকুরগাছি রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে৷ দুর্ঘটনার পর বালিগঞ্জ-দত্তপুকুর লোকাল ও নিউ আলিপুর ও মাঝেরহাটের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়৷ বাতিল করা হয় চার জোড়া লোকাল ট্রেন৷ বুধবার সকাল পর্যন্ত কোনও ট্রেন বাতিল হওয়ার খবর পাওয়া যায়নি৷ চক্ররেলে ট্রেন চলেছে দমদম থেকে বিবাদি বাগ স্টেশন পর্যন্ত৷ একইভাবে বন্ধ বিপর্যস্ত বালিগঞ্জ-বজবজ রুটের ট্রেন চলাচল৷

[মেট্রোর কাজেই কি বিপর্যয়? সেতুভঙ্গের পর জোরাল হচ্ছে প্রশ্ন]

রেল সূত্রে খবর, সাধারণত ওভারব্রিজের ক্ষেত্রে লাইনের উপরের অংশটি তৈরির দায়িত্ব থাকে রেলের৷ বাকি অংশটি তৈরির দায়িত্ব রাজ্যের৷ এ ক্ষেত্রে রেল জানিয়েছে, যে অংশটি ভেঙে পড়েছে, সেটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব রেলের ছিল না৷ ফলে ঘটনার দায় কোনওভাবেই রেলের নয়৷ তবে, দুর্ঘটনার জেরে ট্রেন চলাচলে সমস্যা দেখা দিলেও গতিপথ নিয়ন্ত্রণ করে পরিস্থিতি লাগাম টানার চেষ্টা চালানো হচ্ছে বলে খবর৷

[মাঝেরহাটে বিপর্যয়ের জের, যাতায়াতের বিকল্প ট্রাফিক রুট চালু পুলিশের]

The post ব্রিজ ভাঙার জের, ঘুরপথে চলছে দক্ষিণ শাখার একাধিক লোকাল ট্রেন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement