shono
Advertisement

আজও বাতিল একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন, নাকাল নিত্যযাত্রীরা

দক্ষিণ-পূর্ব রেলের প্রায় ৩৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে আজ৷ The post আজও বাতিল একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন, নাকাল নিত্যযাত্রীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:44 PM Sep 07, 2016Updated: 03:18 PM Sep 07, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রেল লাইনে জল জমে থাকার দরুণ আজও বাতিল করা হল বেশ কয়েকটি লোকাল ও দূরপাল্লার ট্রেন৷ ফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা৷

Advertisement

ভারী বৃষ্টির জেরে ব্যাহত হয়েছিল হাওড়া শাখার ট্রেন পরিষেবা৷ বেশ কয়েকটি ট্রেন চলছিল সাঁতরাগাছি পর্যন্ত৷ জানা যাচ্ছে, এখনও জমা জল সরানো সম্ভব হয়নি৷ টিকিয়াপাড়া কারশেড এখনও প্রায় জলে ভাসছে বলা যায়৷ বৃষ্টির পাশপাশি জোয়ার যোগে পরিস্থিতি আরও বেহাল হয়েছে৷ যদিও নিত্যযাত্রীদের অভিযোগ, হাওড়া পুরসভার সঙ্গে রেলের কাজিয়ার জেরেই এখনও জল নামছে না৷ জল সরাতে চারটি পাম্প বসানো হয়েছিল রেলের পক্ষ থেকে৷ যদিও এর ফলে স্থানীয় এলাকা নতুন করে প্লাবিত হচ্ছিল বলেও পাল্টা অভিযোগ উঠেছে৷ এদিকে পুরসভা ও রেলের জল নিকাশী পথ একটাই৷ ফলে পুরসভা ও রেল হাত ধরাধরি কাজ করলেই সমস্যার সমাধান হওয়া সম্ভব৷ রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ ও পাল্টা অভিযোগ তুলে রেখে এখন যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা স্বাভাবিক করা চেষ্টা করা হচ্ছে৷

দক্ষিণ-পূর্ব রেলের প্রায় ৩৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে আজ৷মেচেদা-হাওড়া, হাওড়া-আমতা, উলুবেড়িয়া, বাগনান-সহ  বাতিল হয়েছে প্রায় খান দশেক পাঁশকুড়া-হাওড়া লোকালও৷ একই হাল এক্সপ্রেস ট্রেনগুলির চলাচলের ক্ষেত্রেও৷  হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসি বাংলা এক্সপ্রেস-সহ বাতিল করা হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন৷

 

The post আজও বাতিল একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন, নাকাল নিত্যযাত্রীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement