সুব্রত বিশ্বাস: দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিংয়ের সময়সীমা বদল। আর ১২০ দিন আগে বুক করা যাবে না দূরপাল্লার ট্রেনের টিকিট। বরং এই সময়সীমা কমে দাঁড়াচ্ছে ৬০ দিন। ভারতীয় রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত বলেই দাবি ভারতীয় রেলের।
নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, যাত্রীদের সুবিধার্থে টিকিট বুকিংয়ের সময়সীমা ৪ মাস থেকে কমিয়ে ২ মাস করা হচ্ছে। ১ নভেম্বর থেকে কার্যকর হবে নয়া নিয়ম। তবে এর ৩১ অক্টোবর পর্যন্ত যারা পুরনো নিয়মে টিকিট কাটবেন তা বৈধ হিসেবেই গণ্য হবে। টিকিট বাতিল করা যাবে ৬০ দিন আগেই। তবে বিদেশিদের জন্য পুরনো নিয়মই কার্যকর থাকছে। তাঁদের ৩৬৫ দিন আগেই টিকিট বুকিং করতে হবে।
নয়া নিয়ম প্রসঙ্গে হাওড়ার সিনিয়র ডিএসএম রাহুল রঞ্জন বলেন, "এটা রেল বোর্ডের সিদ্ধান্ত। যাত্রীদের ঝক্কি কমাতেই এই সিদ্ধান্ত। এতদিন ১২০ দিন অর্থাৎ ৪ মাস আগে থেকে ট্রেন ট্র্যাক করতে হত। এবার সেই ঝক্কি কমছে। ২ মাস আগে ট্রেনের খোঁজখবর নিলেই চলবে।" ফলে নভেম্বর মাস থেকেই ভারতীয় রেলে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে।