সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসন্তোৎসবের রেশ রয়েছে এখনও। তারপর নববর্ষ আর গরমের ছুটি। গ্রীষ্মে তখন তীব্র দাবদাহের চোখরাঙানি। এমন সময়ে ছুটি পেলে দু'দণ্ড শীতল জায়গায় সময় কাটানোর ইচ্ছে থাকে সকলেরই। দূরে না হোক, ঘর থেকে দু'পা ফেলে দার্জিলিং, সিকিম যাওয়ার প্ল্যান থাকে অনেকেরই। সাধ্যমতো খরচে দারুণ বেড়ানো। কিন্তু এই সহজ পরিকল্পনায় এবার কিছুটা ভাটা পড়তে চলেছে। সিকিম বেড়ানোর খরচ বাড়ছে। এবার থেকে ছবির মতো সুন্দর পাহাড়ঘেরা প্রতিবেশী রাজ্যে পর্যটক হিসেবে পা রাখলেই দিতে হবে প্রবেশমূল্য। মাথা পিছু ৫০ টাকা করে 'এন্ট্রি ফি' নেবে সিকিম সরকার। চলতি মাস থেকেই চালু হয়েছে এই নিয়ম।

ছবির মতো সুন্দর ছোট্ট প্রতিবেশী রাজ্য সিকিম।
হিমালয়ের কোলে থাকা ছোট্ট সিকিমের অর্থনীতি পর্যটন নির্ভর। অধিকাংশ মানুষের জীবিকার সঙ্গেও জড়িয়ে পর্যটন ব্যবসা। এছাড়া সেখানে আর তেমন কিছু নেই, যার উপর ভিত্তি করে আয় হবে। তাই পর্যটনকেই ঢেলে সাজানো হয়েছে সেখানে। বাংলা-সিকিম যাতায়াত এখন অনেক সহজ। দিন দুই-তিনের ছুটি পেলে পায়ের তলায় সরষে লাগানো বাঙালির কাছে গ্যাংটক ঘুরে আসা কোনও ব্যাপারই নয়। তবে এবার সেখানে ঘুরতে গেলে অতিরিক্ত খরচ হবে। সিকিম সরকারের নয়া নিয়ম অনুযায়ী, বেড়াতে গিয়ে হোটেলে চেক ইনের সময়ে নিয়ম মেনে মাথা পিছু ৫০ টাকা 'এন্ট্রি ফি' দিতে হবে। তাতে পাঁচ, দশদিন নয়, গোটা একমাস আপনি সিকিমের যত্রতত্র ঘুরতে পারবেন।
তবে আপনি পর্যটক হলেই শুধুমাত্র এই প্রবেশমূল্য দিতে হবে। সরকারি কাজে গেলে এই অর্থ লাগবে না। ৫ বছরের কমবয়সি কোনও শিশুকে নিয়ে বেড়াতে গেলে তারও কোনও 'এন্ট্রি ফি' নেই। সিকিম প্রশাসন সূত্রে খবর, এই অর্থ সে রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নে কাজে লাগানো হবে। যে হোটেলে আপনি প্রথমে উঠছেন, সেখানে এই টাকা জমা দিলে তারাই রাজ্যের পর্যটন সংক্রান্ত স্থায়ী তহবিলে তা পৌঁছে দেবেন। একমাসের সিকিম টুরে যদি আপনি হোটেল বদল করেন, তাহলে পরবর্তী হোটেলে আর কোনও 'এন্ট্রি ফি' লাগবে না। এবার তাই সিকিম ঘোরার বাজেটটা একটু বাড়াতেই হবে।